যখন বিপদ আসে, তখন দুঃখও আসে। (যৌগিক বাক্য)
বিদ্বান লোক সর্বত্র আদরণীয়। (জটিল বাক্য)
সে যেমন কৃপণ তেমন চালাক। (যৌগিক বাক্য)
সে এমএ পাস করেছে বটে কিন্তু জ্ঞানলাভ করতে পারেনি। (জটিল বাক্য)
যখন বৃষ্টি থামলো, তখন আমরা স্কুলে রওনা হলাম। (যৌগিক বাক্য)
শৃঙ্খলিত সিংহের চেয়ে স্বাধীন গাধা উত্তম।
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়।
একদা ছিল না জুতা চরণযুগলে দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে। ঘীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে গেলাম ভজনালয়ে ভজন কারণে। দেখি সেথা একজন পদ নাহি তার অমনি জুতার খেদ ঘুচিল আমার। পরের ধুঃখের কথা করিলে চিন্তন আপনার মনে দুঃখ থাকে কতক্ষণ।
মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে, সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া উঠে, নিস্তব্ধতা ভাঙ্গিয়া ফেলে অক্ষরের বেড়া দগ্ধ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যা কে বাঁধিয়া রাখিয়াছে।
চর্যাপদ কে আবিষ্কার করেন?
বাংলা গদ্যের জনক কে?
প্রাবন্ধিক হিসেবে হুমায়ুন আজাদের কৃতিত্ব আলোচনা করুন।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তিনটি ছোটগল্পের নাম লিখুন।
বড়ৃচণ্ডীদাস রচিত কাব্যরি নাম লিখুন।
তিনটি মঙ্গল কাব্যের নাম লিখুন।
‘অবসরের গান’ কবিতাটি কার রচনা?
মানিক বন্দ্যোপাধ্যায়ের তিনটি উপন্যাসের নাম লিখুন।
ভাষা আন্দোলনভিত্তিক দুটি কবিতার নাম লিখুন।
মুক্তিযুদ্ধভিত্তিক তিনটি উপন্যাসের নাম লিখুন।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আতœজীবনী সম্পর্কে তিনটি বাক্য রচনা করুন।