আনুনাসিক
ছাঁচ
টোকা
সারসংক্ষেপ
ধনীরা প্রায়ই কুপণ হয়। (জটিরল বাক্য)।
মিথ্যা বলার জন্র তোমার পাপ হবে। (যৌগিক বাক্য)।
যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করে। (সরল বাক্য)
সবাই অধীনতার বন্ধন ছিন্ন করতে চায়। (প্রশ্নাত্মক বাক্য)
আরও কথা আছে। (নেতিবাচক বাক্য)।
তাঁর আদর্শ বিষ্মরণযোগ্য নয। (অস্তিবাচক বাক্য)।
জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো ।
জ্ঞানহীন মানুষ পশুর সমান।
সবারে বাসিব ভাল, করিব না আত্মপর ভেদ সংসারে গড়িব এক নতুন সমাজ। মানুষের সাথে কভু মানুষের রবে না বিচ্ছেদ- সর্বত্র মৈত্রীর ভাব করিবে বিরাজ। দেশে দেশে যুগে যুগে কত যুদ্ধ কত না সংঘাত। মানুষে মানুষে হল কত হানাহানি। এবার মোদের পূন্যে সমুদিবে প্রেমের প্রভাত সোল্লাসে গাহিবে সবে সৌহার্দের বাণী।
বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এল পাপ-তাপ বেদনা অশ্র“বারি অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরককুন্ড বলিয়া কে তোমা করে নারী হেয়-জ্ঞান? তারে বল, আদি-পাপ নারী নহে, সে যে নর-শয়তান। অথবা, পাপ যে, শয়তান যে .. নর নাহে নারী নহে, ক্লীব সে, তার সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ, রস-মধু-গন্ধ সুনির্মল।
সান্ধ্য ভাষা কী ? এ ভাষায় কোন সাহিত্য রচিত হয়েছে, সংক্ষেপে লিখুন ।
বিখ্যাত চারজন বৈষ্ণব পদকর্তার সংক্ষিপ্ত পরিচয় দিন।
আলাওলকে পন্ডিত কবি বলা হয় কেন ?
লায়লী মজনু কাব্যের প্রেমের স্বরূপ আলোচনা কর ।
মেঘনাদ বধ কাব্যের সর্গ সংখ্যা কত এবং কী কী ?
সংক্ষেপে কপালকুন্ডলা চরিত্রের স্বরূপ নির্ণয় করণয়।