গৃহদাহ উপন্যাসের সুরেশ চরিত্রটি সংক্ষেপে আলোচনা করুন।
'সধবার একাদশী' কি সার্থক প্রহসন ? আলোচনা করুন।
লোকসাহিত্য বলতে কি বুঝেন ? এর প্রধান শাখা কী কী ?
' পাখির কাছে ফুলের কাছে ' কার রচনা ?
কবি কায়কোবাদের প্রকৃত নাম কি ? তার লেখা অশ্রুমালা কাব্যের কাহিনী সংক্ষেপে লিপিবদ্ধ করুন।
গ্রিক ট্র্যাজেডি 'ইডিপাস' বাংলায় অনুবাদ করেন কে ? তার রচিত তিনটি কাব্যের নাম লিখুন ।
সৈয়দ মুজতবা আলীর চারটি গ্রন্থের নাম লিখুন ।
'নারী জাগরণের অগ্রদূত' বেগম রোকেয়ার 'সুলতানার স্বপ্ন' রচনাটির কাহীনি সংক্ষেপে বিবৃত করুন।
মুক্তিযুদ্ধ বিষয়ক একটি উপন্যাস সম্বন্ধে সংক্ষেপে বরণনা করুন ।
সমস্ত পানীকুলই পরিবেশের জন্য নিতান্ত প্রয়োজন।
মুমুর্ষ লোকটির সাহায্য করা উচিৎ।
তোমার কটুক্তি শুনিয়া তিনি মর্মাহত হয়েছেন।
রুগ্ন ব্যক্তিটির জন্য আরও অধিকতর সাহায্য প্রয়োজন।
কারোর জন্যই দৈন্যতা কাংখিত হতে পারে না।
আমি বিভূতিভুষণ বন্দোপাধ্যায়ের কোনো উপন্যাস পড়িনি।
পুকুর পরিস্কারের জন্য কতৃপক্ষ পুরস্কার ঘোষনা করেছে।
অধ্যক্ষ মহোদয় ঘটনার বিশৎ বিবরন জানতে চাইল।
বিষয়টি মস্তিস্কে গ্রহণ করার নয়, অন্তরে উপলব্ধির যোগ্য।
অনুষ্ঠানে স্ববান্দবে আপনি আমন্ত্রিত ।
সেই ভীবৎসো ঘটনা এখনও বিষ্মিত হতে পারিনি।