ভাষা আন্দোলনভিত্তিক বাংলা সাহিত্য
নারী শিক্ষা উন্নয়ন
বিশ্ব জলবায়ু পরিবর্তন
ভেজাল বিরােধী অভিযান
বাংলাদেশে তথ্য অধিকার।
ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি : (ইন্টারনেট কী? ইন্টারনেটের বহুবিধ ব্যবহার; ইন্টারনেট ব্যবহারের সুবিধা; ইন্টারনেট ব্যবহারের অসুবিধা; তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে ইন্টারনেটের প্রয়ােজনীয়তা, ইন্টারনেটের সহজলভ্যতা; ইন্টারনেটের সম্প্রসারণ, ইন্টারনেট ব্যবহারে সরকারি ও বেসরকারি সহযােগিতা)
বাংলাদেশে পর্যটন শিল্প : (ভ্রমণ ও পর্যটন; সংজ্ঞার্থ ও পরিচয়; পর্যটনের যৌক্তিকতা, উদ্দেশ্য ও পদ্ধতি; বাংলাদেশে পর্যটন শিল্প বিকাশের প্রেক্ষাপট; বাংলাদেশে পর্যটন শিল্পের হালচাল; বেসরকারি খাতে। পর্যটন; পর্যটনের নীতিমালা; বাংলাদেশে বিদেশি পর্যটকদের আগমন; আন্তর্জাতিক পর্যটন, সেবা হিসেবে পর্যটন; পর্যটন তথ্য-সার্ভিস; বাংলাদেশে পর্যটন শিল্পে সংকটসমূহ; পর্যটন শিল্পের উন্নয়নে সুপারিশ; উপসংহার।)
বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন: (বিশ্বায়নের ধারণা; বিশ্বায়নের গতি-প্রকৃতি, বিশ্বায়নের নানাদিক; বিশ্বায়ন বনাম তৃতীয় বিশ্ব বিশ্বায়নের ৫টি ইতিবাচক দিক; বিশ্বায়নের ৫টি নেতিবাচক দিক; বাংলাদেশ কী বিশ্বায়নের চ্যালেঞ্জ গ্রহণে সক্ষম? ধনবান দেশগুলাের দৃষ্টিভঙ্গি; W. T. O সহ আন্তর্জাতিক সংস্থাসমূহের ভূমিকা।
শিক্ষা কমিশন রিপাের্টের কতিপয় প্রস্তাব সম্পর্কে মতামত জানিয়ে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি লিখুন।
আপনার এলাকার একজন সাদা মনের মানুষের সংবর্ধনা হবে। সে অনুষ্ঠানে পাঠ করবার জন্য একটি মানপত্র রচনা করুন।
মফস্বলের কোনাে প্রতিষ্ঠান থেকে ঢাকার কোনাে প্রতিষ্ঠানের এজেন্সি চেয়ে বাণিজ্যিক পত্র লিখুন।