অনা
আ
পরা
অব
নির
বি
গাছটি সমূলসহ উৎপাটন হয়েছে।
ষষ্টদশতম প্রতিযোগীতায় সে পুরস্কৃত হয়েছে।
আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিত।
কেবরমাত্র তার বৈমাত্রেয় সহোদর উপস্থিত ছিল।
দুরাকাঙ্ক্ষা সর্বদা পরিত্যজ্য।
পরবর্তীতে এলে তার অপমান হওয়ার সম্ভবনা আছে।
জড়ভরত;
হাড়হদ্দ;
ডাকাবুকো;
সাত ঘাটের কানাকড়ি;
উনা ভাতে দুনা বল;
বাঁশের চেয়ে কঞ্চি দড়
যা করবার তা করেছি । ( সরল বাক্য)
আমৃত্য এ কথা মনে রাখব । (জটিল বাক্)
কথক অসুস্থতার জন্য অনুপস্থিত । (যৌগিক বাক্য)
কেউ অন্ধের দুঃখ বুঝলো না। (প্রশ্নবাচক বাক্য)
মাতৃভূমিকে সবাই ভালবাসে। (নেতিবাচক বাক্য)
পাখিটি খুবই সুন্দর ( বিস্ময়বাচক বাক্য)
জন্ম হোক যথা তথা , কর্ম হোক ভালো
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান!
বাংলা সাহিত্য চর্যাপদের গুরুত্ব আলোচনা করুন।
বৈষ্ণব পদাবলিগুলোর বিষয়বস্তু ও রচনাকৌশল সম্পর্কে ধারনা দিন।
মাইকেল মধুসূদন দত্তের সনেটের বৈশিষ্ট্য চিহ্নিত করুন।
‘বিষাদ- সিন্ধু’র ঐতিহাসিকতা সম্পর্কে আলোকপাত করুন।
রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি রূপক- সাংকেতিক নাটকের নাম লিখুন।
কাজী নজরুল ইসলামের ‘বিদোহী’ কবিতায় মিথের ব্যবহার প্রসঙ্গে আলোকপাত করুন।
রোকেয়া সাখাওয়াত হোসেনের কর্ম ও রচনায় বেশিষ্ট্য নির্ধারণ করুন।
‘পথের পাঁচালী’ উপন্যাসের ‘বল্লালী বালাই’ অংশটির নামকরণের তাৎপর্য লিখুন।
জসীম উদ্দীনের একটি কাহিনিকাব্যের বৈশিষ্ট্য লিখুন।
ঔপন্যাসিক সৈয়দ ওয়ালীউল্লাহর বিশিষ্টতা নির্দেশ করুন।