Neutral Salt- তীব্র অম্ল ও তীব্র ক্ষার র প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন হয় যেমন table salt(NaCl)
Acidic Salt- তীব্র অম্ল ও মৃদু ক্ষার র প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন হয় যেমন NH4Cl, CuSO4
Basic Salt - মৃদু অম্ল ও তীব্র ক্ষার র প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন হয় যেমন Na2S, CH3COONa
Mixed Salt - মিশ্র লবণে একাধিক cation ( H*+ ব্যতীত) বা anion থাকে যেমন bleaching powder Ca(OCl)Cl, NaKCO3
Double Salt - যখন দুটো সরল বা সাধারণ লবণকে সমমোলার ( equimolar) অনুপাতে কেলাসিত বা crystallized করা হয় তখন যে লবন উৎপন্ন হয় তখন সেটাকে double salt বলে। Doubled salt জলে দ্রবীভূত হয়ে দুটো সরল লবন হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়
পটাশ অ্যালাম K2SO4.Al2(SO4)3.24H2O, খনিজ লবণ Dolomite CaCO3.MgCO3
Complex Salt - এই ধরনের লবণকে complex compound ও বলা হয়। এই ধরনের লবণে কেন্দ্র একটা ধাতুর পরমাণু থাকে যেটা চারধারে অন্য জটিল আয়ন র সাথে coordinate bond র সাথে যুক্ত হয়ে একটা আয়ন তৈরি করে। এই জটিল লবণ জলে পুরোপুরি বিশ্লেষিত হয় না। Potassium ferrocnide,
K4[ Fe(CN)6]. কেন্দ্রে Fe পরমাণুর সাথে cyanide ion CN^- cordinate bond দ্বারা যুক্ত, Fe(CN)6^4-- anion 4K^+1 cation. Anion বিশ্লেষিত হয়ে Fe^+2 ও CN^-1 হয় না। Tetra amino cupric sulphate [ Cu(NH3)4]SO4
লবণাক্ত মাটি ও অম্লিয় মাটি
ফুডসেফটি ও ফুড সিকিউরিটি
রেডিওথেরাপিও কেমোথেরাপি
RAM ও ROM এর মধ্যে পার্থক্যসমূহ ব্যাখ্যা করুন।
নিচের সংক্ষিপ্ত শব্দগুলির পূরণরুপ লিখুনঃEEPROM, MICR, POST,HCL, SMTP
computer-এ BIOS-এর কাজ বর্ণনা করুন।
Compiler ও Interpreter- এর পার্থক্যসমূহ লিখুন।
আমাদের সমাজে Computer Network-এর প্রভাবসমূহ লিখুন।
(চ) উপযুক্ত উদাহরণের সাহায্যে Data ও Information শব্দ দুটির সংজ্ঞা লিখুন।
Computer কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করুন।
বিভিন্ন রকমের LAN topology-এর নাম লিখুন।
System Software ও Application Software- এর মধ্যে পার্থক্য লিখুন। প্রতিটির দুটি করে উদাহরণ লিখুন।
একটি Telecommuncation System- এর Major Componenet সমূহের নাম লিখুন।
Computer network-এ transmission media-এর প্রধান কাজ কী? transmission media-এর কয়েকটি উদাহরণ দিন।
আমাদের সমাজে e-commerce প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করুন।
কমপক্ষে পাঁচটি Electrical Componenet –ের নাম লিখুন এবং এদের কাজ সংক্ষেপে বর্ণনা করুন।
উপযুক্ত চিত্রের সাহায্যে Open Circuit ও Short Circuit বর্ণনা করুন। এই Circuit সমূহের মূল সমস্যাটি লিখুন।
AC voltage ও DC Voltage
IPS ও UPS
Voltage stabilizer এর মূল কাজ কী? এটি কীভাবে কাজ করে? ব্যাখ্যা করুন।