একটি মোটর গাড়ির টায়ার 27°C তাপমাত্রা ও 2 বায়ুবন্ডলীয় চাপে আছে। যদি টায়ারটি হঠাৎ ফেটে যায় তবে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় কর।
তারের আপেক্ষিক রোধ নির্ণয়ে কোন যন্ত্রটি ব্যবহৃত হয়?
কোন নীতির উপর ভিত্তি করে মিটার ব্রীজ তৈরি করা হয়?
কোনটি পর্যবেক্ষনজনিত ক্রুটি?
সৌরকোষ কত সনে আবিষ্কৃত হয়?
প্রিজমের ন্যূনতম বিচ্যুতি অবস্থানের জন্য নিম্নের কোন রাশিটি সঠিক?
নিচের চিত্রে 'OA' হচ্ছে-
কোনটি ক্যাথোড রশ্মি ধর্ম নয়?
30 সেমি দীর্ঘ 31×10⁻² সেমি² প্রস্থ বিশিষ্ট একটি তারের ইয়ং এর গুনাংক 1.5×10¹¹ Nm⁻² । একে টেনে 0.1 সেমি বৃদ্ধি করতে হলে কত টুকু কাজ করতে হয় ?
কোনটি গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সংক্রান্ত ল্যাপলাসের সূত্র?
একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা 327˚C এবং তাপগ্রাহকের তাপমাত্রা 87˚C হলে, ইঞ্জিনের কর্মদক্ষতা কত?
দুটি আদর্শ কৃষ্ণবস্তুর প্রতি একক ক্ষেত্রফল হতে নির্গত তাপশক্তির অনুপাত 256:11 একটির তাপমাত্রা 2000k হলে অপরটির তাপমাত্রা কত?
তাপগতীয় কোন প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা স্থির থাকে কিন্তু চাপ ও আয়তনের পরিবর্তন হয়?
27C⁰ তাপমাত্রায় 0.8m পারদ চাপ এ একটি গ্যাসের আয়তন 9m³ । তাপমাত্রা 127C⁰ ও আয়তন 3m³ করতে হলে কত চাপ দিতে হবে ?
কোনটি ঋনাত্মক x-অক্ষ অভিমুখে অগ্রগামী তরঙ্গের সরণ সমীকরন?
একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয়ই যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের ব্দিগুন ।ভূপৃষ্ঠে g=9.8 m/s2 হলে,ঐ গ্রহের পৃষ্ঠে g এর মান কত?
একটি অন্তরিত পরিবাহীতে 10 কুলম্ব চার্জ প্রদান করায় এবং বিভব 2 v হলো ।পরিবাহীর ধারকত্ব কত হবে?
দুইটি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে 2 cm এবং 4 cm।এদেরকে যথাক্রমে 1000 কুলম্ব এবং 2000 কুলম্ব চার্জে চার্জিত করা হলো ।ক্ষুদ্র ও বৃহৎ গোলকের চার্জের তল ঘনত্বের অনুপাত কত?
প্রতিটি 3V এর তিনটি ড্রাই সেল (যাদের প্রত্যেকের অভ্যন্তরীণ রোধ 1 ওহম)শ্রেণীসমবায়ে সাজিয়ে 27 ওহম এর বৈদুতিক বাতিতে দেয়া হল। বিদুৎ প্রবাহ কত হবে?
1hr এ একটি 200 watt এর Tv সেট এবং 20 min এ 1000 watt এর একটি ইস্ত্রির বিদ্যুৎ শক্তি ব্যবহারের অনুপাত কত হবে?