1kg ভরকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করলে শক্তির মােট পরিমাণ হবে-
পারদের সাথে কাঁচের স্পর্শকোণ হবে-
একটি বস্তুর ত্বরণ 'a' (in ms-1) সময় 't' (in s) এর সাথে a = 3t+4 সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয় । t = 2s সময়ের বস্তুটির গতি হবে-
একজন ক্রিকেটার একটি বলকে সর্বোচ্চ 100 m অনুভূমিক দূরত্বে ছুঁড়তে পারে | একই বলকে ক্রিকেটার মাটি থেকে উপরের দিকে কত উচ্চতায় ছুড়তে পারবে?
সরল ছন্দিত স্পন্দনরত কোন বস্তুর সরণ ও গতির মধ্যে দশার পার্থক্য হবে-
একটি স্থির তরঙ্গের পাশাপাশি দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব-
চারটি বলকে একই আদিবেগ ভূমি থেকে 25°, 35°, 45° এবং 69.7° বিভিন্ন নিক্ষেপণ কোণে নিক্ষেপ করা হলাে। কোন বলটি সর্বাপেক্ষা কম সময়ে মাটিতে ফিরে আসবে?
একটি মটর একটি 120 m গভীর কূপ থেকে 5 minutes এ 400 kg পানি উত্তোলন করতে সক্ষম। মটরটির অশ্বক্ষমতা কত?
কোনটি অভিকর্ষীয় বিভব সমীকরন?
পারদ ও পানির ভিতরকার স্পর্শকোণ কত?
সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ কোনটি?
নিউট্রন তারকা সংকুচিত হয়ে পরিণত হয়-
এক হাজার মাইক্রন (μm)= কত?
একটি বেগের অনুভূমিক ও উলম্ব উপাংশের মান যথাক্রমে 60 ms-1 এবং 80 ms-1 । বেগটির মান কত?
গাছ থেকে 2 কেজি ভরের একটি নারিকেল নিচের দিকে পড়ে। বাতাসের বাঁধা 7.6 N হলে, নারিকেলের মন্দন নির্ণয় কর।
একটি বুলেট লক্ষ্যবস্তুর 3 cm ভিতরে প্রবেশ করতে তার অর্ধেক বেগ হারায়। লক্ষ্যবস্তুর প্রতিরােধ সুষম হলে, আর কতদূর এটি প্রবেশ করবে?
একটি সাবানের বুদবুদের (পৃষ্ঠটান 30 dyne/cm) ব্যাসার্ধ 2 cm. বুদবুদের ব্যাসার্ধ দ্বিগুণ করার জন্য কাজের প্রয়ােজন হবে-
সুরেলী কাঁটাদ্বয় A ও B প্রতি সেকেন্ড 10 বীট উৎপন্ন করে। যদি কাঁটা B এর কম্পাঙ্ক VB, 480 Hz হয়, তাহলে কাঁটা A এর কম্পাঙ্ক, VA কত? (VA < VB)
100 K এবং 500 K তাপমাত্রাদ্বয়ের মধ্যে কার্যরত একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা কত?
সরল ছন্দিত স্পন্দিত কোন বস্তুর সাম্যাবস্থা x দূরত্বে স্থিতি শক্তি নিচের কোনটির সমানুপাতিক?