একটি ধারকের অভ্যন্তরীণ বৈদ্যুতিক ক্ষেত্রে বৈদ্যুতিক প্রাবল্য E কোন চার্জ q কে নিচের চিত্রানুযায়ী বদ্ধপথ PQRS বরাবর পরিচালিত করতে কাজের পরিমাণ কত?
পূর্ব-পশ্চিম দিক বরাবর একটি বৈদ্যুতিক তারে 10A কারেন্ট প্রবাহিত হয়। 10-4T ভূ-চৌম্বক ক্ষেত্রের জন্য প্রতি মিটার তারে বলের পরিমাণ হবে?
ওজন ঝুলানাের জন্য যদি কোন একটি স্প্রিং (বল ধ্রুবক = K) এর দৈর্ঘ্য x পরিমাণ বৃদ্ধি পায়, তবে স্প্রিং এ সঞ্চিত শক্তির পরিমাণ হবে- (স্প্রিং এর উপর প্রত্যায়নী বল হল T)
ভেক্টর A→, B → এবং C→ এর মান যথাক্রমে 12, 5, এবং 13 একক এবং A→+B →=C→ ভেক্টর A→ এবং B → এর মধ্যবর্তী কোণ হবে:
একটি বস্তু স্থিরাবস্থা থেকে শুরু করে সমত্বরণে 4 th সেকেন্ডে S1 এবং 6 th সেকেন্ডে S2 দূরত্ব অতিক্রম করে। S1S2 হল-
10 moles গ্যাসের রুদ্ধতাপীয় সংকোচনের সময় 350J কাজ সম্পাদিত হয়। উক্ত ব্যবস্থায় অন্তঃস্থ শক্তির পরিবর্তনের মান কত হবে?
একজন লােক তার কাঁধের উপর একটি লাঠির প্রান্তে বেঁধে বােঝা বহন করবে। তার হাত ও কাঁধের উপরে চাপ কিভাবে পরিবর্তিত হবে?
যদি 5 কেজি ভরের একটি বস্তু মধ্যাকর্ষণের প্রভাবে 40 মি./সে. বেগে নীচে পড়ে তবে যে বল তাকে 10 মিটার দূরত্বে থামিয়ে দেবে তার পরিমাণ হবে:
5 N, 7N, এবং 8N বলত্রয় একটি বস্তুর উপর ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করলে 8N এবং 5 N বলদ্বয়ের মধ্যবর্তী কোণ হবে?
একজন ব্যক্তি কোন স্থানে যাওয়ার সময় ঘন্টায় 4 মাইল বেগে যায় এবং আসার সময় ঘন্টায় 5 মাইল বেগে ফেরৎ আসে। তার গড় গতিবেগ কত?
1015 Hz কম্পাঙ্ক এবং 0.3 μm তরঙ্গদৈর্ঘ্যের আলােক 1 প্রতিসরাঙ্কের 1 এর মধ্য দিয়ে যাচ্ছে। এই আলােক 1.5 প্রতিসরাঙ্কের মাধ্যমে 2 এ প্রবেশ করলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে?
দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল। এদের লব্ধির মান যে কোন একটি ভেক্টরের মানের সমান হলে মধ্যবর্তী কোণ কত?
পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান 4.9 m/s2 হবে?
5×1024 kg ভর এবং 6.1×106 m ব্যাসার্ধ বিশিষ্ট একটি গ্রহের পৃষ্ঠ হতে 2.0 kg ভরের একটি বস্তুকে মহাশূন্যে পাঠাতে প্রয়োজনীয় শক্তির পরিমাণ হল- (দেয়া আছে, G= 6.67×10-11Nm2kg-2)
একটি প্রাসকে 15° কোণে নিক্ষেপ করায় আনুভূমিক পাল্লা 1.5 km হলো। 45° কোণে নিক্ষেপ করলে পাল্লা কত হবে?
কোন প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চাত এবং বিচরণ কালের বর্গের অনুপাত g=10 ms-2)
নীচের কোন ক্ষেত্রটি ছাড়া বাকী প্রতিটি পরিবর্তনই সাধারণ বিদ্যুৎ উৎপাদক যন্ত্রের তড়িৎচালক বলকে (e.C.f) বৃদ্ধি করে?
একটি তারের দৈর্ঘ্য 5m , প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.002m2 , অসহপীড়ন 2.5 ×105 Nm-2। তারটির অসহভর কত?
5m লম্বা ও 0.5 mm ব্যাস বিশিষ্ট একটি তারকে 98 N এর একটি বল দ্বারা টানা হলে তারটির বৃদ্ধি হবে-
18 g হিলিয়াম গ্যাসপূর্ণ বেলুনের আয়তন 0.10m3 , বেলুনের ভিতর গ্যাসের চাপ 1.2×105Nm-2 , বেলুনের মধ্যবর্তী গ্যাসের তাপমাত্রা -