হল প্রভাব (Hall effect) কখন আবিষ্কার হয়?
একটি কুণ্ডলীর সন্নিকটে চুম্বকক্ষেত্র বারবার পরিবর্তন হলে কি ঘটে?
তাপগতিবিদ্যার ভুলের কোন সূত্র কাজ ও তাপের মধ্যে সম্পর্ক নির্দেশ করে?
দুটি ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হলে এদের লব্ধির মান হবে ,ভেক্টর দ্বয়ের-
নিচের কোন পদার্থটি অন্তরক?
10 ফুট দৈর্ঘ্যের একটি মই একটি খাড়া দেয়ালের (y বরাবর) সাথে হেলানো আছে। যদি মইটির মেঝে সংলগ্ন প্রাপ্ত v বেগে দেয়াল হতে (x বরাবর) দূরে সরতে থাকে তবে দেয়াল সংলগ্ন প্রান্তের বেগ কত?
বৈদ্যুতিক হিটারে যে ধাতব তারের কুন্ডলি ব্যবহৃত হয়,তার নাম কি?
36 কেজি ভারের একটি বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করলে এক মিনিটে এর বেগ ঘন্টায় 15 কি.মি বৃদ্ধি পাবে?
একটি তারে 0.01 m দৈর্ঘ্য বিকৃতিতে পার্শ্ব বিকৃতি 0.0024 m হলে,তারের উপাদানের পয়সনের অনুপাত-
একটি বুলেট কোন লক্ষ্যবস্তুতে 3 সে.মি ভেদ করতে তার বেগের অর্ধেক অংশ হারায়। এটি আরও কতটা ভেদ করবে?
কোনো ব্যাবস্থায় তাপগতীয় স্থানাঙ্ক সমূহের যে কোনো পরিবর্তনকে কি বলে?
তাপ প্রয়োগের ফলে ধাতুর তৈরি একটি বৃত্তাকার থালার ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে 0.25 সে.মি বাড়ে। যখন থালাটির ব্যাসার্ধ 7 সে.মি তখন থালার বৃদ্ধির হার বের কর।
+12 এবং -2 diopters ক্ষমতা সম্পন্ন দুটি লেন্সকে পরস্পরের সংস্পর্শে স্থাপন করা হলো। এ সমবায়টির তূল্য ফোকাস দূরত্ব কত হবে।
1066.3eV শক্তির একটি ফোটন কণার কম্পাঙ্ক কত হবে?
ইউরেনিয়ামের অর্ধায়ু 4.5×108 বছর। এর গড় আয়ু কত?
একটি সরল অনুবীক্ষণ যন্ত্রের ফোকাস দূরত্ব 0.15m যদি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 0.25m হয়, তবে যন্ত্রের বিবর্ধন হবে-
রেডিও তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের তীব্রতা 9 হলে, রেডিও তরঙ্গের চৌম্বক ক্ষেত্রের তীব্রতা কত হবে?
একটি ক্রিয়াশীল বর্তনীতে 3 ওহম ও 6 ওহম রোধদ্বয় শ্রেণীসমবায়ে যুক্ত আছে। যদি 3 ওহম রোধে তড়িৎ প্রবাহ 4 এ্যাম্পিয়ার হয়, তাহলে 6 ওহম রোধের দু প্রান্তে বিভব পার্থক্য কত হবে?
তড়িৎ প্রবাহ 1 বহন করা L দৈর্ঘ্যের একটি তারকে বৃত্তাকার করা হলো এই বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান হবে-
একটি ট্রান্সফরমারে 100V সরবরাহ করলে 2A তড়িৎ প্রবাহ সরবরাহ করতে পারে। এর মূখ্য ও গৌণ কুন্ডলীর পাকসংখ্যার অনুপাত 1:20 হলে, মূখ্য কুন্ডলীর তড়িৎ প্রবাহ হবে: