AB সরলরেখার সাথে 60° কোণে A বিন্দু হতে একটি কণা যাত্রা করে।BA সরলরেখার সাথে 30° B বিন্দু হতে একই সময়ে অপর একটা কণা ঘণ্টায় 10 km সমবেগ যাত্রা করে এবং বিছুক্ষণ পর প্রথম কণার সাথে মিলিত হয়। প্রথম কণার বেগ নির্ণয় কর।
একটি খাড়া দেয়ালের পাদদেশ থেকে ভূমি বরাবর 147 m দূরত্বে কোন বিন্দু থেকেিএকটি বস্ত 49 ms-1 বেগে অনুভূমিকের সাথে α কোণে ছোড়া হল। α=60° হলে , বস্তটি দেয়ালের যে বিন্দুতে আঘাত করবে তার উচ্চতা নির্ণয় কর। (g=9.81 ms-2)
XOZ তলের সমান্তরাল এবং 3i-j+4kভেক্টরের সাথে লম্ব একক ভেক্টরটি হবে -
10 m উপর থেকে 10 kg ভরের একটি মুক্তভাবে পড়ন্ত মাটি থেকে 5 m উপরে মোট শক্তি হবে -
40N ওজনের বস্তকে মেঝে থেকে 3 m উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখতে কাজের পরিমাণ হবে -
একটি লন রোলার ঠেলা বা টানার সময় তুমি এর হাতলে অনুভূমিকের সাথে 30° কোনে 19.6 N প্রয়োগ করছ। এটা টানা অপেক্ষাকৃত সহজ কারণ এর ওজন তখন কমে -
একটি স্যাটেলাইটের ঘূর্ণনের সময়কাল হল T . এর গতিশক্তির সমানুপাতিক হল-
একটি লিফট 10 ms-1 গতিতে উপরে উঠছে। 60 kg ভরের একজন মানুষ লিফটে অবস্থান করলে লিফটের উপর তার প্রতীয়মান ওজন হবে -
একটি নির্দিষ্ট টানা তার 1000 Hz কম্পাংক সৃষ্টি করে। যদি একই তার উপরোক্ত কম্পাংকের দ্বিগুণ কম্পাংক সৃষ্টি করে, তাহলে তারের টান হবে -
শব্দ তরঙ্গকে বাযুতে সমবর্তন করা যায় না, কারণ এ ধরনের তরঙ্গ হল -
y=2sin (3140t-x) তরঙ্গের কম্পাংক হবে -
4D ক্ষমতা বিশিষ্ট একটি লেন্স (μ=1.5) এর এক পিঠ পানিতে ডুবালে লেন্সটির ফোকাস দূরত্ব হবে?
1 এবং 41 প্রাবল্যের দুটি তরঙ্গ ব্যাতিচার তৈরি বরে। গঠনমূলক ব্যাতিচার তৈরিতে প্রাবল্য হল -
যখন একটি আলোক তরঙ্গ একটি নতুন মাধ্যমে প্রবেশ করে এবং প্রতিসরিত হয়, তখন আলোক তরঙ্গটির কি পরিবর্তন হবে?
সমান্তরাল তরঙ্গ মুখ একটি বাঁধার সরু ছিদ্রে আপতিত হলে , অপবর্তন হয়। তরঙ্গ দৈর্ঘ্য ছিদ্রের কোন সমম্বয়ের জন্য অপবর্তন সর্বাপেক্ষা বেশি হবে?
অপবতল দর্পণের বক্রতার কেন্দ্রের বাহিরে বস্ত স্থাপন করলে প্রতিবিম্ব সর্বদা হবে -
প্রোটন ও ইলেক্ট্রণের মধ্যে আকর্ষণের জন্য কোন মৌলিক বলটি দায়ী?
দুইটি β কণা একে অপরের বিপরীত দিকে হল আলোর গতিবেগ গতিতে অগ্রসর হলে, তাদের আপেক্ষিক গতিবেগ হয় -
একটি বৈদ্যুতিক ড্রিল 220 V এ চালিত হয়ে 6 A প্রবাহ টানে। বৈদ্যুতিক ড্রিলটি এক মিনিটে কি পরিমাণ বৈদ্যুতিক শক্তি ব্যভহার করে?
একটি তেজস্ক্রিয় পদার্থের তেজস্ক্রিয়তা 30 ঘণ্টায় প্রারস্তিক মানের 116 অংশ ক্ষয়প্রাপ্ত হলে পদার্থটির অর্ধায়ু কত হবে?