প্র্রতিটি 10-4m ব্যাস বিশিষ্ট পানির 1000 ক্ষুদ্র ফোঁটা মিলে একটি বৃহৎ ফোঁটা তৈরী করল।বৃহৎ ফোঁটার ব্যাসার্ধ কত?
127°C এবং 427°C তাপমাত্রার মধ্যে কার্যরত একটি ইঞ্জিনের সম্ভা্ব্য সর্বোচ্চ দক্ষতা কত হবে?
4 μF এর 4টি ধারক সিরিজে সংযোগ করা হলো।তাদের সমতুল্য ধারকত্ব কত?
100 watt এর 5টি বাতে প্রতিদিন 6 ঘন্টা জালানো হয়।প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ 2.50 টাকা হলে মাসে বিদ্যুৎ বিল কত টাকা হবে?
একটি রস্তুকে অবতল দর্পন থেকে 18 cm দুরে স্থাপন করা হলো।ফোকাস দুরত্ব কত হলে 5 গুন বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে?
কোন বস্তুর অর্ধায়ু 1500 বছর, কত দিন পর মূল অংশ অর্ধেক হবে?
40 kg ও 60 kg ভরের দুটি বস্তু যথাক্রমে 10 ms-1 ও 5 ms-1 বেগে পরস্পর বিপরীত দিক থেকে আসার সময় একে অপরকে ধাক্কা দিল। ধাক্কার পর বস্তুদ্বয় একত্রে যুক্ত হয়ে কত বেগে চলবে?
একটি হুইটস্টোন ব্রিীজের চার বাহুতে যথাক্রমে 10, 5, 8, ও 12 ওহমের চারটি রোধ আছে। চর্তুথ বাহুর রোধের সাথে কত মানের একটি সান্ট সমান্তরালে যুক্ত করলে ব্রীজটি সাম্যাবস্থা লাভ করবে।
একটি মোটর গাড়ি হেড লাইটের ফিলামেন্ট 5A তুড়ৎ প্রবাহ বহন করে। এর প্রান্তদ্বয়ের বিবব পার্থক্য 6V হলে রোধ কত?
দীর্ঘ দৃষ্টি সম্পন্ন এক ব্যক্তি স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব 1মি। পড়ার জন্য তিনি +1.5 ক্ষমতার চশমা ব্যবহার করেন। তার স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কত?
মাওলানা বাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পৌছাতে তোমার 6 km সরণ হল। তুমি 25 মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে তোমার বাহনটির গড় গতিবেগ কত?
আপতন কোণের মান সংকট কোণের মানের চেয়ে বেশি হলে-
ফোটন এ প্রকার-
বাধাহীন পথে পরন্ত বন্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ঐ সময়ের -
ত্বরণের মাত্রা সমীকরন কোনটি?
পানি, তেল, দুধ ও আলকাতারার মধ্যে কার সান্দ্রতা বেশি?
তাপমাত্রা, উপাদান ও দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহীর রোধ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের-
অবতল দর্ফনে বস্তুর প্রতিবিম্ব কি?
কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ-
একটি গ্যাস অণুর গতি শক্তি হল -