একটি লিফট 2m/s2 ত্বরণে নীচে নামছে। লিফটের মেঝের 1m উপর থেকে একটি বলকে স্থির অবস্থা থেকে ছাড়া হল। g=10 m/s2 ধরা হলে, লিফটের মেঝে স্পর্শ করতে বলটি সময় লাগবে?
20 m/s বেগে চলমান 1000 kg ভরের একটি ট্রাক 1500 kg ভরের একটি স্থির ট্রাককে ধাক্বা দিয়ে এক সাথে যুক্ত হয়ে যে বেগে চলতে থাকবে ।
পাম্পের সাহায্যে একটি ওভারহেড পানির ট্যাঙ্কে 100 s সময়ে 1000 kg পানি উত্তোলন করা যায় । ট্যাঙ্ক পানির গড় উচ্চতা 20 হলে পাম্পের ক্ষমতা কত KW।
একটি হুইটষ্টোন ব্রিজের চারটি বাহুতে যথাক্রমে 8Ω,12Ω,16Ω, এবং 20Ω রোধ যুক্ত আছে। চতুর্থ বাহুতে আর কত মানের একটি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করলে ব্রিজটি সাম্যবস্থায় আসবে?
কোন পুকুরের তলদেশে একটি মাছকে 3 m নীচে দেখা যায়। পানির প্রতিসরাঙ্ক 4/3 হলে, পুকুরটির প্রকৃত গভীরতা কত?
পানি ও হীরকের পতিসরাঙ্ক যথাক্রমে 1.33 এবং 2.4 হলে হীরকে আলোর বেগ কত? পানিতে আলোর বেগ 2.28×108m/sec .
একটি বালক তার খেলনার উপর →F=(9i -2j+2k)N বল প্রয়োগ করলে খেলনাটি সরণ →d=(2i +2j) m হয়। বালকটি দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত?
লোহার ইয়াং এর গুণাঙ্ক 2.205×1011N/m2 এর ঘনত্ব 7.85×103kg/m3। লোহার ভিতর শব্দের বেগ কত?
একজন লোক 48 ms-1 বেগে একটি বল খাড়া উপর দিকে নিক্ষেপ করে।বলটি কত সময় শূন্যে থাকবে এবং সর্বোচ্চো কত উপরে উঠবে?
কোন সাইকেল আরোহীকে 60m ব্যাসার্ধের বৃত্তাকার পথে কত বেগে ঘুরতে হবে যাতে সে উলম্ব তলের সঙ্গে 30° কোণে আনত থাকবেন?
পৃথিবীর ব্যাসার্ধ R=6.4×106m এবং অভিকর্ষজ ত্বরণ 9.8 ms-2 হলে পৃথিবীর পৃষ্ঠ হতে কোন বস্তুর মুক্তি বেগ কত হবে?
একটি ট্রেন বাঁশি বাজাতে একটি প্লাটফর্মের দিকে 90 km/h বেগে অগ্রসর হচ্ছে।বাঁশির কম্পা্ঙ্ক 600 Hz।প্লাটফর্মের দণ্ডায়মান শ্রোতার নিকট ঐ শব্দের আপাত কম্পাঙ্ক কত? শব্দের বেগ = 340 m/s.
সিলভার নাইট্রেট দ্রবণে 0.5 A বিদ্যুৎ প্রবাহ 3min 20sec এ 0.11183g রূপা জমা করে।রূপার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত?
কোন স্থানে ভূ-চৌম্বকক্ষেত্রের মান 22.5 μT এবং বিনতি 30°।ঐ স্থানে ভূ-চৌম্বকক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান কত?
একজন দুর-দৃষ্টি সম্পন্ন লোক কেবল 50 cm বা এর বেশী দুরের বস্তুকে ভালভাবে দেখতে পারে।কত ক্ষমতার চশমা ব্যবহার করলে সে 25 cm দুরের বস্তুকে দেখতে পাবে?
6650×10-10m তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের গতিশক্তি কত?
একটি সাধারণ ভূমি ট্রানজিষ্টারে সংগ্রাহক প্রবাহ 0.85 A এবং ভূমি প্রবাহ 0.05mA।প্রবাহ বিবর্ধক গুনক কত?
একটি লিফট 1 m/sec2 ত্বরনে নিচে নামছে।লিফটের মধ্যে দাঁড়ানো একজন ব্যক্তির ভর 65 kg হলে, তিনি কত বল অনুভব করবেন?
80 m উচ্চতা থেকে যদি একটি বল মেঝেতে পড়ে এবং বলটির 20% শক্তি মেঝের সাথে প্রতিঘাতে হ্রাস পায়, তবে বলটি মেঝেতে বাড়ি খেয়ে কত উচ্চতায় উঠবে?
ধরি দুইটি সরল দোলক A এবং B । যদি A এর দৈর্ঘ্য B এর দ্বিগুন এবং B এর দোলনকাল 3s হয় তবে A এর দোলনকাল কত?