একটি তামার তারের দৈর্ঘ্য 2m ও ব্যাস 5 mm । যদি তারটির দৈর্ঘ্য দ্বিগুণ ও ব্যাস অর্ধেক করা হয় তবে তারটির আপেক্ষিক রোধের কী পরিবর্তন হবে?
মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা হলো -
9.11 × 10-31 kg ভরবিশিষ্ট একটি ইলেকট্রন যদি 2.5 × 106 m/s বেগে চলে। তাহলে- এর জন্য ডি ব্রগলী তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য কত হবে?
কোনো তেজস্ক্রিয় মৌলের ক্ষয় ধ্রুবকের মান 0.01/s । এর অর্ধায়ু -
শূন্য মাধ্যমে দুইটি ইলেকট্রনের মধ্যকার কুলম্ব বল FE এবং মহাকর্ষ বল FG - এর অনুপাত হবে -
একটি প্রক্ষেপককে আনুভূমিকের সাথে 60° কোণে 3 m/s বেগে প্রক্ষেপ করা হলে, সর্বোচ্চ উচ্চতায় প্রক্ষেপকটির বেগ কত হবে?
বায়ুতে আলোর বেগ 3.0 ×108 m/s । বায়ু সাপেক্ষে কাচেঁর প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচে আলোর বেগ হবে -
একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 1000 cm হলে, লেন্সটির ক্ষমতা হবে-
নিচের সমীকরণে U -235 এর ফিশান বিক্রিয়া দেখানো হয়েছে। খালি বক্সটির নিচের কোন সংখ্যাটি হবে ? 23592U +n01 →56Ba+9236Kr + 3n01
তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর রোধ -
যদি →A=2i∧+aj∧ + K∧ এবং →B=-2i∧ +j∧ -2K∧ পরস্পর লম্ব হয় তবে a এর মান হবে -
বেগ হচ্ছে -
একটি কৃত্রিম উপগ্রহ 7000 km ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদিক্ষিণ করছে। উপগ্রহটির পর্যায়কাল 2h হলে কেন্দ্রমুখী ত্বরণ কত?
একটি পানিপূর্ণ কূয়ার গভীরতা 12m এবং ব্যাস 1.8 m । একটি পাম্প 24 মিনিটে কূয়াটিকে পানিশূন্য করতে পারে। পানির ঘনত্ব 1000 kg / m3 হলে পাম্পটির ক্ষমতা কত?
আলো বক্রপথে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে সঞ্চালিত হতে পারে নিম্নের কোন ঘটনাটি একে ব্যাখ্যা করতে পারে?
প্রদত্ত বর্তনীতে রোধ R কত?
ভর ও বেগ উভয়ই বৃদ্ধি পেয়ে দ্বিগুন হলে গতিশক্তি বৃদ্ধির পরিমান-
অনুবন্ধী ফোকাস পাওয়া যায়-
পানির ত্রৈধ বিন্দুতে চাপের পরিমান-
উচ্চ তাপমাত্রা পরিমাপকারী যন্ত্রের নাম-