বায়ুতে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর দুটি বিপরীত আধানের প্রত্যেকটির মান 3.2×10-6 Coul এবং এদের মধ্যবর্তী দূরত্ব 4 cm। তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর এর মধ্যবিন্দু থেকে 5m দূরে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় কর।
যদি A→=B→ হয়, তবে A→×B→ এর মান কত?
যদি একটি বস্তু 2য় সেকেন্ডে 10 m এবং 3য় সেকেন্ডে 20 m সমত্বরণে অতিক্রম করে তবে এর ত্বরণ কত?
100 kg ভরের একটি বস্তুর ভরবেগ 200 kg ms-1 হলে এর গতি শক্তি কত?
কোনটি মহাকর্ষীয় বিভবের একক নির্দেশ করে?
কোথায় পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা বেশী?
দুটি ভেক্টরের স্কেলার গুণফল 18 এবং ভেক্টর গুণফল 63 একক হলে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত?
জড়তা পরিমাপের একক কী?
একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 4গুণ বৃদ্ধি পেলে ইহার দোলনকাল কত সেকেন্ড?
কোনো গ্যাসে 50 cm ও 50.5 cm তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট দুটি তরঙ্গ প্রতি সেকেন্ডে 6টি বিট উৎপন্ন করলে ঐ গ্যাসে শব্দের বেগ কত?
একটি ট্রানজিস্টরের ক্ষেত্রে α=0.95 এবং IE = 1 mA হলে β কত?
কোনো গ্যাসে 50 cm ও 50.5 তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট দুটি তরঙ্গ প্রতি সেকেন্ডে 6 টি বীট উৎপন্ন করলে ঐ গ্যাসে শব্দের বেগ কত?
একটি ট্রানজিস্টরের ক্ষেত্রে α=0.95 এবং IE=1 mA হলে β
গাছ থেকে 2 kg একটি নারকেল সোজা নিচের দিকে পড়ছে। যদি বাতাসের বাধা 8.6 N হয়, তাহলে নারকেলটির ত্বরণ কত?
কাঁচ ও বিশুদ্ধ পারদের ক্ষেত্রে স্পর্শ কোণের মান কত?
কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যায়?
একটি কার্নো ইঞ্জিন 230°C এবং 27°C তাপমাত্রায় কাজ করছে। এর কর্মদক্ষতা কত?
একটি দেওয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটার দৈর্ঘ্য 30cm হলে এর প্রান্তের রৈখিক বেগ কত?
আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন যে ভৌত রাশিটি স্থির থাকে তা হল-
1.4 kg ভরের একটি বস্তু 10.5 মিটার উঁচু থেকে পড়ে গেল। পতনের প্রক্রিয়ায় সমস্ত শক্তিই তাপে রূপান্তরিত হলে উৎপন্ন তাপ নির্ণয় কর।