1 বর্গ সে.মি প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারে কত বল প্রয়োগ করা হলে এর দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হবে? (Y=2×1011Nm-2)
দুটি ঘোড়া 12ms-1 এবং 6 ms-1 বেগ নিয়ে একটি প্রতিযোগিতা শুরু করে। তাদের ত্বরণ যথাক্রমে 2 ms-2 এবং * 3 ms-2 । যদি ঘোড়া দুটি একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায়, তবে তারা কত সময়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিল?
মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর প্রথম, দ্বিতীয় ওতৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত-
নক্ষত্রের ক্ষেত্রে গ্যাস ও মেঘপুঞ্জ জমাট বাঁধতে শুরু করে কিভাবে?
কোনো সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতাকে বলা হয়-
পরস্পর সমান্তরাল এবং প্রধান অক্ষের সাথে সামান্য আনত রশ্মি গুচ্ছ অবতল দর্পণে প্রতফলনের পর মিলিত হয়-
0.1 m ব্যাসার্ধ বিশিষ্ট একটি কুন্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক 0.002 H হলে কুন্ডলীটির পাকসংখ্যা হবে-
কোনো বাড়িতে 60 W এর 22টি বাতি নিরাপত্তার সাথে ব্যবহার করা যায়। বাড়িটি মেইন মিটারে 220 V চিহ্নিত করা হলে মিটারের প্রবাহমাত্রা হবে-
নিউটনের গতির তুতীয় সূত্রানুসারে ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যকার কোণের পরিমাণ হবে-
একজন অ্যাথলেট 20 ms-1 বেগে দৌড়াচ্ছে। সে সর্বোচ্চ কত দূরত্বে জাম্প করতে পারবে? (g=10ms-2)
y=Asin (ωt-kx) সমীকরণের ω এর মা্রতা কোনটি?
প্রাসের সর্বোচ্চ াতিক্রান্ত উচ্চতায় সমীকরণ কোনটি?
বল ও সরণের মধ্যবর্তী কোণ θ হলে ঋণাত্মক কাজের শর্ত কোনটি?
গ্রহের পর্যায়কাল Tএবং সূর্য্য হতে গ্রহের গড় দূরত্ব r হলে কেপলারের তৃতীয় সূত্রানুসারে-
28 °C তাপমাত্রায় পানির উপরিতল থেকে একটি হালকা সূচকে অনুভূমিকভাবে সর্বাধিক 7.3 ×10-3N বলে উঠানো গেলে পানির পৃষ্ঠটান কত?
একটি সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রফল 1.4 m2 এবং বায়ু মাধ্যমে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.03 m হলে এর ধারকত্ব কত?
0.02 m প্রস্থের একটি ধাতব পাত * চৌম্বক ক্ষেত্রে পরস্পরের সাথে লম্বভাবে অবস্থিত। পাতের মধ্যে ইলেকট্রনের তাড়ন বেগ 4×10-3ms-1 হলে সৃষ্ট হল বিভব(Hall voltage) এর মান কত?
ইলেকট্রনের বেগ 1×107ms-1 হলে ইলেকট্রনটির ডি-ব্রগলী তরঙ্গ দৈর্ঘ্য কত?
একটি গাড়ি একটি বাঁকে ms-1 বেগে অতিক্রম করার সময় 16ms-2 কেন্দ্রমুখী ত্বরণের উদ্ভব হলে বাঁকটির ব্যাসার্ধ হবে-
একটি মার্বেলকে 0.6 m উঁচু টেবিলের প্রান্ত থেকে টোকা দিলে মার্বেলটি 5.0 m/s বেগ অর্জন করে। মার্বেলটি টেবিলের প্রান্ত হতে কত m দূরে মাটিতে পড়েব ?