500 kg ভরের একটি গাড়ি 60 km / hr বেগে চলে। ব্রেক চেপে গাড়িটিকে 50 m দূরে থামানো হলো। যদি রাস্তার ঘর্ষণজনিত বল 100 N হয়, তবে ব্রেকজনিত বলের মান কত N?
25 m/s এবং 20 m/s বেগে তুমি ও তোমার বন্ধু সাইকেল প্রতিযোগিতা শুরু করেছাে। তোমাদের ত্বরণ যথাক্রমে 4 m/s2 এবং 5m/s2 । তোমরা দু'জন একই সময়ে শেষ প্রান্তে পৌঁছালে তোমরা কত সেকেন্ড সাইকেল চালিয়াছো?
সরল ছন্দিত গতির সমীকরণ কোনটি?
একটি অগ্রগামী তরঙ্ককে একটি বিন্দুতে পর্যবেক্ষণ করা হচ্ছে। তরঙ্গশীর্ষ দু'টি এই বিন্দুকে অতিক্রম করতে যদি 0.2 s সময় লাগে তবে কোনটি সত্য?
একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেয়া হলো । ভূমি হতে 5.0 m উচ্চতায় গতিশক্তি বিভবশক্তির 4 গুণ হলে কত m উচ্চতা হতে বস্তুটিকে ফেলে দেয়া হয়েছিল?
পানির আপেক্ষিক 4.2×1013Jkg-1K-1 হলে 10°C তা 100°C 5.0 kg পানিকে 100°C তাপমাত্রায় উন্নীত করতে এন্ট্রপির পরিবর্তন কত J/K?
একটি কুণ্ডলীতে 1.0 s সময়ে তড়িৎ প্রবাহ 0.5 A থেকে 1.0A এ পরিবর্তিত হওয়ার দরুন ঐ কুণ্ডলীতে 20V তড়িচ্চালক শক্তি আবিষ্ট হয় । কুণ্ডলীতে স্বকীয় আবেশাঙ্ক কত H?
একটি লেজার অতিবেগুনী বিকিরণের স্পন্দন তৈরি করে। অতিবেগুনী ফোটনের তরঙ্গদৈর্ঘ্য 355 nm হলে এর শক্তি কত J?
1.5 ×106eV গতিশক্তি সম্পন্ন প্রোটনের ভর কত kg?
একটি নক্ষত্র 11.80 km শোয়ার্জশিল্ড ব্যাসার্ধ নিয়ে কৃষ্ণবিবরে রুপান্তরিত হয় । সূর্যের ভর 1.99×1030 kg হলে নক্ষত্রের ভর কত kg ?
MX2 স্ফটিকের M2+ ও X- এর ব্যাসার্ধের অনুপাত : 1 : 1.33 হলে X- এর সন্নিবেশ সংখ্যা কত?
তাপমাত্রা বাড়লে তরল পদার্থের সান্দ্রতা কত হবে?
নির্দিষ্ট চাপে একটি নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রায় কেমন?
অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি কেমন হয়?
বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলে শব্দের বেগ কেমন হয়?
চারটি মৌলিক বলের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল কোনটি?
সমোজ্ঞ প্রক্রিয়ায় কোনটি স্থির থাকে?
হাইগেনের নীতি ব্যাবহার করে কোন সূএ প্রমাণ করা যায়?
আপেক্ষিক তও্বাঅনুসারে গতিশীল কাঠামোতে কোনটি হ্রাস পায়?
একটি বৈদ্যুতিক হিটার 220 volt সরবরাহ লাইন থেকে 0.2 A প্রবাহ গ্রহন করে। হিটারটি 600 ঘন্টা ব্যবহার করলে ব্যয়িত শক্তি কত?