একটি বর্তনীতে আবিষ্ট তড়িচ্চালক শক্তির দিক নির্ণয় করা যায়-
1 মাইক্রো ফ্যারাডে =?
নিচের কোনটির জন্য তড়িৎ প্রবাহের পরিমাণ বৃদ্ধির সাথে আলোর তীব্রতা বা উজ্জ্বলতা বাড়ে?
1 মাইক্রো ও'ম =?
ও'মের সূত্রে নিচের কোনটি ধ্রুব?
একটি দেয়াল ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 18cm হলে, এর প্রান্তের রৈখিক বেগ কত?
2 kg ভরের একটি স্থির বস্তুর উপর 10N বল 4S ধরে ক্রিয়া করে গতিশীল করলে, বস্তুটি কতদূর যাবে?
কাঁচ ও বিশুদ্ধ পানির মধ্যে স্পর্শ কোণের মান কত?
সরল ছন্দিত পতির কোন কণার সর্বাধিক স্থিতি শক্তি হবে, যখন কণাটির সরণ-
কোন শ্রেণীকক্ষের শব্দের তীব্রতা 10-7Wm-2 । যদি তীব্রতা তিনগুণ বৃদ্ধি করা হয়, তা হলে নতুন তীব্রতা লেভেল কত হবে?
পারদের ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত?
4μF এর একটি ধারককে 9.0V ব্যাটারি দ্বারা আহিত করলে এতে কী পরিমাণ শক্তি সঞ্চিত হবে?
নিচের কোনটি বোর ম্যাগনেটোন?
শব্দের তীব্রতা লেভেলে সমীকরন কোনটি?
4d2xdt2+100x=0 সমীকরণ দ্বারা বর্ণিত সরল দোলক গতির কৌণিক কম্পাংক কত?
একটি কার্ণো * ইঞ্জিনের কর্মদক্ষতা 40% এর তাপগ্রাহকের তাপমাত্রা 7° C । এর উৎসের তাপমাত্রা নির্ণয় কর।
দুটি ধারকের সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্ব 5F এবং শ্রেণিতে যুক্ত করলে তুল্য ধারকত্ব 1.2 F হয়। ধারকটি দুটির ধারকত্ব কত?
15 m ও 20m দৈর্ঘ্য দুটি তারের মধ্য দিয়ে যথাক্রমে 5.0 A এবং 7.0 A তড়িৎ প্রবাহ চলছে। তারদ্বয় 4.0 cm ব্যবধানে অবস্থিত হলে এদের একক দৈর্ঘ্য ক্রিয়াশীল বলের মান হবে-
সুসংগত উৎস থেকে সিঃসৃত দুটি আলোকে তরঙ্গের উপরিপাতনের ফলে কেনো বিন্দুতে আলোক তীব্রতা বৃদ্ধি পায় আবার কোনো বিন্দুতে তীব্রতা হ্রাস পায়। একে বলে-
একটি গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ 2.5±0.2 cm হলে এর আয়তন পরিামাপের শতকরা ক্রটি কত?