কোন মৌলটির সবচেয়ে কম হাইড্রেজেন পরমাণু আছে?
C3H8O দ্বারা কতগুলি আইসোমারিক যৌগ তৈরি করা যায়?
একটি পদার্থের আণবিক ভর 40 100ml ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করতে উহার কত গ্রাম প্রয়োজন হবে?
1 মোল অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রাবককে 4 মোল দ্রবীভূত করা হল দ্রাবকটির বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান কত?
দুটি পাতলা চার্জিত শিটের স্থানে তড়িৎ প্রাবল্যের রাশিমালা-
ট্রান্সফর্মার দ্বারা কিভাবে 10 W পাওয়ারকে 20W করা সম্ভব?
অম্লীয় মাধ্যমে মিথাইল অরেঞ্জের বর্ণ কিরূপ?
একটি ক্ষুদ্র চম্বককে এমনভাবে স্থাপন করা হল যেন এর উত্তর মেরু উত্তর দিকে থাকে। এই অবস্থায় চুম্বকের মধ্য বিন্দু থেকে 10 সে.মি. দূরে নিরপেক্ষ বিন্দু পাওয়া গেল। চুম্বকটিকে 180° কোণে ঘুরিয়ে দিলে নতুন নিরপেক্ষ বিন্দু কোথায় পাওয়া যাবে?
R ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে একটি কণা 4 বার পূর্ণ ঘূর্ণন করল। কনাটির সরন ও অতিক্রান্ত দূরত্ব কত?
রেডিয়ামের অর্ধায়ু 22 বছর । কত সময় এটি হ্রাস পেয়ে 10 % এ পৌঁছাবে।
একটি চাকতির ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে এর ঘূর্ণন জড়তা 1.0 kg.m এবং ভর 4kg হলে ব্যাসার্ধ কত?
জীবাণুনাশক কাজে কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহৃত করা হয়?
0.2 m বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের দুই কৌণিক বিন্দুতে চার্জে পরিমাণ 0.03C ও -0.04C । তৃতীয় কৌণিক বিন্দুতে প্রাবল্য
একটি বৈদ্যুতিকবাতি , পাকা ও হিটারের গায়ে যথাক্রমে 100w -230v, 80W-230V ও 230V ও 1KW-230 V
একটি পাম্প 4.9 min এ কূয়া থেকে 10,000 L পানি 6 m উচ্চতা তুলতে পারে। পাম্পের ক্ষমতার 80% কার্যকর হলে ক্ষমতা কত?
50 cm লম্বা একটি তারকে 50 N বল টান করে রাখা হলো। তাদের ভর 5 gm হলে মৌলিক কম্পাঙ্ক কত?
কোনো কনার কৌণিক ভরবেগ L, জড়তার ভ্রামক (I) ও কৌণিক বেগ ω হলে এদের মধ্যে সম্পর্ক কোনটি ?
আয়তন স্থির রেখে 0oC তাপমাত্র্রায় নির্দিষ্ট ভরের 1Pa চাপের গ্যাসের তাপমাত্রা 1oC বাড়ালে এর চাপ কতটুকু বাড়ে ?
100o তাপমাত্রার 2kg পানিকে 100oC তাপমাত্রায় জলীয় বাষ্পে পরিণত করতে কত তাপের প্রোয়োজন হয় ?
কোনো বাড়ির মেইন মিটারে 6A-200V লেখা আছে। 60W এর সর্বচ্চ কতটি বাতি ঐ বিাড়িতে নিরাপত্তার সাথে ব্যাবহার করা যাবে?