এক্সরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 3̇A° হলে এর কম্পাংক কত?
থার্মোমিটারের উর্ধ্ব স্থিরাংক যে যন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয় তার নাম
গ্রীনহাউজ প্রতিক্রিয়া ব্যাখ্যা করা যায় কোন সূত্রের সাহায্যে?
কোন রঙের কাপে চা সবচেয়ে বেশিক্ষণ গরম থাকে?
কোনো এক ব্যক্তির চক্ষুর দূরবিন্দু 5 মিটার । দূরবর্তী বস্তু দেখার জন্য তার কত ক্ষমতার লেন্স প্রয়োজন?
একটি ইঞ্জিন 3400 J তাপ গ্রহণ করে সিংকে 2400J তাপ বর্জন করে ইঞ্জিনটি দ্বারা উৎপাদিত কাজের পরিমাণ কত?
4 ms-1 বেগে দৌড়ে যাবার সময় একজন ব্যক্তি 6ms-1 বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো । বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে তাকে কত কোণে ছাতা ধরতে হবে?
9.2 ms-1 বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষপ করলে কত সময় পরে বস্তুটি ফিরে আসবে?
একটি বস্তুর ভর 12 mg হলে পৃথিবীর কেন্দ্রের দিকে বস্তুটি কত বলে আকর্ষিত হবে? (9.8 ms-1)
একটি তারে 0.01 দৈর্ঘ্য বিকৃতির পার্শ বিকৃতি 0.0024 হলে তারের উপাদানের অনুপাত কত?
বুদবুদের চাপ, পৃষ্ঠটান এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে-
5000 Å তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মির ফোটনের শক্তি হল-
কোন একটি বস্তু কনার মোট শক্তি এর স্থিতাবস্থায় শক্তির দ্বিগুণ । বস্তুটির দ্রুতি কত?
C-14 এর একটি তেজস্ক্রিয় নমুনা ফেলে রাখা হল। কত সময় পরে এর পরমানুর সংখ্যা এক চতুরথাংশে নেমে আসবে? C-14 এর ক্ষয় ধ্রুবক λ=3.84× 10⁻¹² S⁻¹
একটি সমাকলিত বর্তনীতে নিম্নের কোন উপাংশের অনুপস্থিত -
n-P-n ট্রানজিস্টার এ ইলেকট্রন এর মূল প্রবাহ কি ?
সীমিত ভর বিশিষ্ট কোন বস্তুকণা শুন্যস্থানে আলোর গতিবেগে চলতে পারে না । নিচের কোন সমীকরণ থেকে এর স্বপক্ষে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যুক্তি পাওয়া যায়?
দৈর্ঘ্য সংকোচনের সমীকরণ হল-
‘a’ এর কোন মানের জন্য 2i ̂+j ̂-k ̂ , 3i ̂-2j ̂+4k ̂ এবং i ̂-3j ̂+ak ̂ ভেক্টরত্রয় সমতলীয়?
একটি বুলেট কোন লক্ষ্য বস্ততে 3cm ভেদ করে এর অর্ধেক বেগ হারায়। এটি আরও কতোটা ভেদ করবে?