একটি কোষের তড়িচ্চালক শক্তি 1.5v এবং অভ্যন্তরীণ রোধ 2Ω । এর প্রাপ্তদ্বয় 10Ω রোধের তার দ্বারা যুক্ত করলে তড়িৎ প্রবাহিত হবে?
10 cm ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠে 10 C চার্জ স্থাপন করলে এর পৃষ্ঠে তড়িৎ বিভব কত?
দুটি বস্তর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, এটি একটি-
তরঙ্গের উপর সমদশা সম্পন্ন কণার গতিপথকে কী বলে?
60 g ভরের এক লোক 30 মিনিটে 600 m উঁচুতে উঠতে পারে। তার কাজ করার ক্ষমতা কত?
বিষুবীর অঞ্চল হতে মেরু অঞ্চলের দিকে অতিকষীয় ত্বরণ-
পানির উপরিতলে রাখা 3 cm দীর্ঘ সুইকে টেনে তুলতে সর্বাধিক কত বল দরকার? [T=72×10-3Nm-1]
দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত 1:2 হলে, কার্যকর দৈর্ঘ্যের অনুপাত কত?
রোধ নিচের কোন বিষয়ের উপর নির্ভর করে না?
0.4m2 ক্ষেত্রফলবিশিষ্ট একটি তল 4×10-5T nsNm cyXmghcjgNckzv nfcK 30o কোণ তৈরি করে। তলের মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্স কত?
এক প্রকার ক্রাউন কাচে তৈরি প্রিজমের প্রতিসারক কোণ 8o । হদুল ও নীল আলোর জন্য উপাদানের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.51 ও 1.54 হলে, কৌণিক বিচ্ছুরণ কত?
একটি সমবাহু প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক 2 । এর ন্যূনতম বিচ্যুাতি কোণ কত ?
কোন ঋতুতে শব্দ বায়ু মাধ্যমে দ্রুত চলে?
আধুনিক এস-আই একক পদ্ধতিতে ভর , ত্বরণ ও বলের একক যথাক্রমে নিম্নভাবে প্রকাশ করা হয়?
4 কেজি ভরের একটি বস্তুকে 6 মি. /সেকেন্ড২ ত্বরণ প্রদান করতে হলে বস্তুটিতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে নির্ধারণ কর?
ধরা যাক , এক ব্যক্তি ঘোষণা করল যে, সূর্যে প্রচন্ড বিস্ফোরণ ঘটেছে। তোমাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে এটা নিশ্চিতভাবে বুঝতে যে ঐ কথা মিথ্যা ? (সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 1.5×108 কি. মি.)
একটি ট্রান্সফরমারের মুখ্য কুন্ডলীর সংখ্যা 1000 পাক । মুখ্য কুন্ডলীতে প্রযুক্ত 4400 V (AC) ভোল্টেজকে গৃহস্থলি কাজে ব্যবহারোপযোগী 220 V (AC) -এ নামিয়ে আনতে হলে গৌণ কুন্ডলীর পাক সংখ্যা কত হবে?
সবচেয়ে সহজ উপগ্রহ কক্ষপথ সৃষ্টি করা যায় তা মোটামুটি বৃত্তাকার এবং সেটা পৃথিবী পৃষ্ঠের ঠিক উপরে হবে যাতে অতিরিক্ত বায়ু ঘর্ষণ না হয়। এই তথাকথিত সর্বনিম্ন কক্ষপথে উপগ্রহের গতিবেগ কত? (পৃথিবীর ব্যাসার্ধ 6.4×106m )
ইয়ং গুণাংক Y রিজিডিটি গুণাংক n এবং বাল্ক গুণাংক K - এই তিন রাশির মধ্যে সম্পর্ক হলো -
10 গ্রাম বরফকে 0°C থেকে 100°C বাষ্পে রুপান্তর করতে তাপের পরিমাণ হলো -