ABC ত্রিভুজের BC, CA, AB বাহুগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে ( 2,4), (5, 0) এবং ( 4, 2)। ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক নিচের কোনটি?
y=4x, y=8x এবং y=2 রেখাত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত?
limx→0ex-2e3x+e5xx2 এর মান কত?
x-এর সাপেক্ষে sin4cot-11+x1-x-এর অন্তরজ নির্ণয় কর।
x+1x এর গুরুমান ও লঘুমান নির্ণয় কর।
y=sinx+y হলে, dydxএর মান নির্ণয় কর।
∫e-x1x+1x2dx এর যোজিত ফল কত?
I=∫1mexx2+1x+12dx হলে, m+1m-13I3এর মান নির্ণয় কর।
যদি 3x-4y+7=0 এবং 2x+ky+5=0 সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হয়, k এর মান কত?
এরূপ উপবৃত্তের সমীকরণ নির্ণয় কর যার অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয়ের ওপর অবস্থিত, উপকেন্দ্রিক লম্ব ও বিকেন্দ্রিকতা যথাক্রমে 8 এবং 12।
অক্ষ দুইটিকে স্থানাঙ্কের অক্ষ ধরে একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় কর যার উপকেন্দ্র দুইটির মধ্যবর্তী দূরত্ব 16 একক এবং উৎকেন্দ্রিকতা 2।
যদি y=2x+2 রেখাটি y2=4ax পরাবৃত্তকে স্পর্শ করে তবে উপকেন্দ্রিকতা লম্বের দৈর্ঘ্য কি হবে?
সমাধান নির্ণয় কর: 2secx+tanx=1
cos-1x+cos-1y=π2 হলে, x2+y2 এর মান বের কর।
মনে কর কোন একটি ধ্রুব ফল এর প্রভাবে একটি বস্তুর সরণ কোন একটি নির্দিষ্ট দিকে x; সময় t এবং সরণ x এর একক যথাক্রমে সেকেন্ড এবং মিটার এবং তারা t=x+5 সমীকরণ মেনে চলে। বস্তুটির সরণ নির্ণয় কর যখন এর বো শুন্য হবে।
8 kg ভরের একটি লোহার বল 10 m উপর থেকে বালিতে পড়ে 50 cm প্রবেশ করে থেমে যায়। লোহার বলটির উপর বালির গড় বাধা কত?
200 m ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকা পথে 50.4 km/h বেগে গাড়ি চালাতে পথটি কত কোণে কত করে রাখতে হবে। রাস্তাটি 3m প্রশস্ত হলে, বাহিরের পার্শ্ব ভিতরের পার্স অপেক্ষা কত উঁচু হতে হবে?
900 kg ওজনের একটি লিফট 350 kg ভর নিয়ে 100 see সময়ে নিচতলা থেকে 18th ফ্লোরে 75 m উচ্চতায় আরোহণ করে। লিফটের প্রয়োগিত ক্ষমতা কত?
একটি ওজন মাপার স্প্রিং নিক্তির উপর দাড়ানোর পর তুমি লক্ষ্য করলে যে সাম্যাবস্থায় আসার পূর্বে নিভির কাঁটাটি সাম্যাবস্থার দুইপাশে কয়েকবার দোল খায়। দোলনকাল 0.8 sec হলে এবং তোমার ভর 64 kg হলে নিভির স্প্রিং ধ্রুবক কত?
ভূপৃষ্ঠ থেকে একটি সেকেন্ড দোলক কত উচ্চতার পাহাড়ে উঠালে সারাদিনে 1 (one) minute ধীরে চলাবে।
যদি পৃথিবী পৃষ্ঠে এবং 'h' গভীরতায় অভিকর্ষীয় ত্বরণের মান যথাক্রমে g এবং g' হয়, তবে g এবং g' এর মধ্যে সম্পর্ক স্থাপন কর। মনে কর পৃথিবীর ব্যাসার্ধ = R।
একজন রোগীর দেহের তাপমাত্রা একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাহায্যে মেপে 45°C পাওয়া গেল। যদি এই থার্মোমিটারের বরফ বিন্দু এবং বাষ্পবিন্দু যথাক্রমে 3°C এবং 107°C পাওয়া যায়, তাহলে রোগীর দেহে প্রকৃত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে বের কর।
সাম্যবস্থান থেকে একটি সরল দোলগতি সম্পন্ন কণার কি পরিমাণ সরল হলে কণাটির বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে?
একজন বালক ও একজন লোক একত্রে দৌড়াচ্ছেন। বালকটির ভর লোকটির ভরের অর্ধেক এবং লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক। লোকটি যদি তার বেগ 1 m/sec বৃদ্ধি করেন, তবে তার গতিশক্তি বালকটির গতিশক্তির সমান হয়। বালক ও লোকটির আদিবেগ নির্ণয় কর।
একটি কার্লো ইঞ্জিনের (Carnot's Engine) কর্মদক্ষতা 50% যখন ইহার তাপগ্রাহকের তাপমাত্রা 27°C। ইঞ্জিনটির কর্মদক্ষতা 60% করতে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে?
27°C তাপমাত্রার গ্যাসকে কত তাপমাত্রায় নেওয়া হলে বর্গমূল গড় বর্গবেগের দ্বিগুণ হবে?
-10°C তাপমাত্রার 10 gm বরফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করতে এনট্রপির পরিবর্তন নির্ণয় কর। বরফের আপেক্ষিক তাপ = 0.5 এবং বরফ গলনের সুপ্ত তাপ = 80 cal/gm।
300 K তাপমাত্রায় ও 0.526 atm চাপে 15 g নাইট্রোজেন গ্যাসের আয়তন কত?
মানুষের রক্তের pH 7.4 হলে এই রক্তের 1 mL এ OH- এর সংখ্যা নির্ণয় কর।
কোন জৈব পদার্থের 24 g 100 cm3 জলীয় দ্রবণে দ্রবীভূত আছে। কি পরিমাণ পদার্থ ঐ দ্রবণ হতে নিষ্কাশিত হবে যদি প্রতিবারে 50 cm3 ইচ্ছার প্রবণ দ্বারা দুইবার নিষ্কাশণ করা হয়? ইথার এবং পানিতে পদার্থটির কটন গুণাংক ইথারের অনুকূলে 4।
25°C তাপমাত্রায় ও 1 atm চাপে 400 ml আয়তনের N2 গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় কর।
2.86 g কাপড় কাচার স্ফটিকার সোডাকে পানিতে দ্রবীভূত করে 100 mL দ্রবণ প্রস্তুত করা হলো। দ্রবণটির মোলার ঘনমাত্রা নির্ণয় কর।
লঘু H2SO4 এ এক টুকরা লোহা দ্রবীভূত আছে। একটিকে সম্পূর্ণরূপে জারিত করতে 0.02 M KMnO4 দ্রবণের 98.5 cm3 লাগে। লোহার টুকরাটির ভর কত ছিল?
নিচের কোন সমীকরণটি সঠিক?
একটি উভমুখী রাসায়নিক বিক্রিয়ার △n=12। কত কেলভিন তাপমাত্রা Kp ও Kc এর মান যথাক্রমে 40.5 এবং 5.5 হবে? R=0.082 L atm.mol-1K-1
নিচের বিক্রিয়ায় যৌগটির রাসায়নিক সংকেত লিখ।
CH3COOH→Red P+Cl2 ClCH2COOH →KCN(alc Solution) CNCH2COOH →Dil HCl reflux[A]
1.25 M NaOH দ্রবনের শতকরা মাত্রা (w/v) নির্ণয় কর?
X ম্যাট্রিক্সটি বের কর যখন 2X+1234=3872
(- 2, 4) বিন্দুগামী একটি সরলরেখার ঢাল 34 হলে রেখার ওপর উক্ত বিন্দু হতে 10 একক দূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
y=3x+1 এবং 3y-x=4 রেখা দুইটির অন্তর্ভুক্ত কোণগুলোর সমদ্বিখন্ডক y-অক্ষকে P এবং Q বিন্দুতে ছেদ করে। PQ এর দূরত্ব নির্ণয় কর।
∫dxx2-x+1 এর মান নির্ণয় কর।
3x2-4x-5=0 সমীকরণের মূলদ্বয় হতে 1 কম মূলবিশিষ্ট সমীকরণ কোনটি?
x3-7x2+8x+10=0 সমীকরণের একটি মূল 1+3 হলে অপর মূলগুলো নির্ণয় কর।
x+1x38 এর বিস্তারে ধ্রুব পদটি কত?
দুইটি বিপরীতমুখী বলদ্বয়ের লব্ধি 12 units এবং বলদ্বয় হতে যথাক্রমে 3 units এবং 4 units দূরে ক্রিয়াশীল। বলদ্বয়ের মান কত?
10 N এর একটি বল 2 kg ভরের একটি স্থির বস্তুর উপর 4 see ক্রিয়া করে। তারপর বলের ক্রিয়া বন্ধ করার পরবর্তী 10 see এ বেগ শূন্য হয়। বস্তুটি মোট কত দূরত্ব অতিক্রম করে?
দুইটি সমমানের রোখ শ্রেণি এবং সমান্তরালে সংযুক্ত করলে সমতুল্য রোধ দুইটির মধ্যে সম্পর্ক নির্ণয় কর।
0°C তাপমাত্রার 5 kg বরফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত হবে?
π3 দশা পার্থক্যের সদৃশ্য দুইটি তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে। এদের বিস্তার যথাক্রমে 4 এবং 5 একক হলে লব্ধি তরঙ্গের বিস্তার কত?
একটি ট্রানজিস্টর রেডিও 9 ব্যাটারি দ্বারা 10 mW এ চলে। ট্রানজিস্টর রেডিওর ভিতর দিয়ে প্রবাহিত বিদ্যুৎ ও রোধ নির্ণয় কর।
একটি রকেট কোন স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে চলতে থাকলে এটির দৈর্ঘ্য 99% হয়। রকেটটির গতিবেগ নির্ণয় কর।
500 kg ভরের স্থিরভাবে ভাসমান একটি নৌকা দুই প্রান্তে দুইজন সাতারু স্থিরভাবে দাড়িয়ে আছে। তাদের ভর যথাক্রমে 50 kg এবং 75 kg তারা প্রত্যেকে একসাথে বিপরীত দিকে 10 m/sec বেগে আনুভূমিক ভাবে নৌকা থেকে লাফ দিলে নৌকাটি কত বেগে গতিশীল হবে?
ফরমালিন সনাক্ত করার জন্য নিচের কোন বিকারকটি ব্যবহার করা যায়?
নিচের কোন যৌগটি অ্যারোমেটিক ও অ্যালিফ্যাটিক উভয় ধর্ম প্রদর্শন করে।
IUPAC পদ্ধতিতে CH33CCH2CHCH32 যৌগটির নাম কি?
কোয়ান্টাম সংখ্যার নিম্নোক্ত কোন সেটটি সঠিক নয়?
10 টন জিংক অক্সাইডকে 10 টন চারকোলসহ বিজারিত করেন কি পরিমান জিংক উৎপন্ন হবে?
20 mL আয়তনের CuSO4 প্রবণকে টাইট্রেশন করতে 0.1 M 20 ml Na2S2O3 দ্রবণ দরকার হয়। প্রদত্ত দ্রবণে কপারের পরিমাণ কত?
CoNH36Cl3 জটিল যৌগটিতে কয়টি বন্ধন আছে?
একই চাপে ও তাপে একই ছিদ্রপথে P ও Q নামক দুইটি গ্যাসের নিঃসরণ হার যথাক্রমে 0.3 এবং 0.2। যদি Q গ্যাসের ঘনত্ব 10 হয়, তবে P গ্যাসের আণবিক ভর কত হবে?
25°C তাপমাত্রায় Al(OH)3 এর দ্রাব্যতা গুণফল 3.7×10-15 হলে Al(OH)3 এর দ্রাব্যতা কত হবে?
25°C তাপমাত্রায় পানির আয়নিক গুণফল (Kw) ও মোলার ঘনমাত্রা থেকে বিয়োজিত ও অবিয়োজিত পানির অনুপাত বের করা।
-13∘C তাপমাত্রায় 1500 ml আয়তনের একটি পাত্রে 6.023×1022 সংখ্যক অক্সিজেন অণু উপস্থিত আছে। গ্যাসের চাপ কত?
aXa এবং bYe মৌল দুইটির মধ্যে b - a = 5.6 হলে, Y মৌলটির শ্রেণি নির্ণয় কর।
গণিত CaCl2 থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে 20 g ক্যালসিয়াম ধাতু নিষ্কাশনে কত কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন হবে?
x4x2a31b00c=0 হলে, a এর মান নির্ণয় কর।
x+y=1 রেখাটি x2+y2=c এর একটি স্পর্শক হলে, c এর মান বের কর।
দুইটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কোন অবস্থায় ওদের প্রত্যেকের মানের সমান হতে পারে?
100 Ω রোধ বিশিষ্ট একটি তারকে টেনে 4 গুণ লম্বা করা হল। লম্বাকৃত তারটির রোধ নির্ণয় কর।
হফম্যান ডিগ্রোডেশন বিক্রিয়ার প্রধান উৎপাদ কোনটি?
কোন দ্রবণের pH =8.5 এবং আয়তন 2.5 litter দ্রবণে কতটি H+ আয়ন আছে?
একটি বর্গক্ষেত্রের চারবাহু AB→=5P, CD→=P এবং DA→=2P বরাবর বলগুলো ক্রিয়ারত বলগুলোর লব্ধি নির্ণয় কর।
9 P unit
17P unit
42P unit
5 P unit
52P unit
কোন অপবর্তন যেটিং এ প্রতি সেন্টিমিটারে 6000 রেখা রয়েছে। এর ভিতর দিয়ে 5896 A∘ তরঙ্গ দৈর্ঘ্য আলো ফেলা হলে দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ বের কর।
47.5°
61.96°
28.04°
44.43°
58.96°
একটি ট্রানজিস্টরের নিম্নলিখিত মানগুলো পরিমাপ করা হলো।
Ic=1.98 mA; IB=20 μA; ট্রানজিস্টরের α,β এবং IE এর মান বের কর।