কোন জৈব পদার্থের 24 g 100 cm3 জলীয় দ্রবণে দ্রবীভূত আছে। কি পরিমাণ পদার্থ ঐ দ্রবণ হতে নিষ্কাশিত হবে যদি প্রতিবারে 50 cm3 ইচ্ছার প্রবণ দ্বারা দুইবার নিষ্কাশণ করা হয়? ইথার এবং পানিতে পদার্থটির কটন গুণাংক ইথারের অনুকূলে 4।
C4H3Cl2 যৌগটির আর্দ্র বিশ্লেষণে C4H2O উৎপন্ন হয় যা হাইড্রোক্সিল অ্যামিনের সাথে বিক্রিয়া করে কিন্তু টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে না। উৎপন্ন যৌগের গাঠনিক সংকেত নির্ণয় কর।
ফরমালিন সনাক্ত করার জন্য নিচের কোন বিকারকটি ব্যবহার করা যায়?
নিচের কোন যৌগটি অ্যারোমেটিক ও অ্যালিফ্যাটিক উভয় ধর্ম প্রদর্শন করে।
IUPAC পদ্ধতিতে CH33CCH2CHCH32 যৌগটির নাম কি?
কোয়ান্টাম সংখ্যার নিম্নোক্ত কোন সেটটি সঠিক নয়?