কোয়ান্টাম সংখ্যার নিম্নোক্ত কোন সেটটি সঠিক নয়?
300 K তাপমাত্রায় ও 0.526 atm চাপে 15 g নাইট্রোজেন গ্যাসের আয়তন কত?
মানুষের রক্তের pH 7.4 হলে এই রক্তের 1 mL এ OH- এর সংখ্যা নির্ণয় কর।
কোন জৈব পদার্থের 24 g 100 cm3 জলীয় দ্রবণে দ্রবীভূত আছে। কি পরিমাণ পদার্থ ঐ দ্রবণ হতে নিষ্কাশিত হবে যদি প্রতিবারে 50 cm3 ইচ্ছার প্রবণ দ্বারা দুইবার নিষ্কাশণ করা হয়? ইথার এবং পানিতে পদার্থটির কটন গুণাংক ইথারের অনুকূলে 4।
25°C তাপমাত্রায় ও 1 atm চাপে 400 ml আয়তনের N2 গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় কর।
2.86 g কাপড় কাচার স্ফটিকার সোডাকে পানিতে দ্রবীভূত করে 100 mL দ্রবণ প্রস্তুত করা হলো। দ্রবণটির মোলার ঘনমাত্রা নির্ণয় কর।