উচ্চ তাপমাত্রা এবং কম সময়ে দুধ পাস্তুরিকরণ পদ্ধতিতে। -
i. ১৬১° সে. তাপমাত্রা দিতে হয়
ii. ২ সেকেন্ড তাপ দিতে হয়
iii. ৫-৬ মাস দুধ সংরক্ষণ করা যায়
নিচের কোনটি সঠিক?
দুধে এসিড তৈরি করে কোন ব্যাকটেরিয়া?
বাছুরকে কখন শালদুধ প্রদান করতে হয়?
বাছুরের বয়স কত সপ্তাহ হলে দুধ বন্ধ করে দেওয়া উচিত?
বাছুরের বয়স ২৪ সপ্তাহ হলে, দৈনিক সরবরাহকৃত খড়ের পরিমাণ কত কেজি?
কলোস্ট্রামে কোন খাদ্য উপাদানের পরিমাণ সবচেয়ে বেশি থাকে?
বাছুরের বয়স কত সপ্তাহ হলে দৈনিক ১-১.৫ কেজি দানাদার খাদ্য প্রদান করতে হবে?
নবজাতক বাছুরকে কত সপ্তাহ পর্যন্ত দানাদার খাদ্যের মিশ্রণ খাওয়াতে হবে?
জন্মের পর বাছুরের নাভিতে কী লাগাতে হবে?
গাভিকে বাছুরের শরীর চাটতে দিলে -
i. রোগ তৈরি হতে পারে না
ii. শরীর শুকিয়ে যাবে
iii. ঠান্ডা লাগার আশঙ্কা থাকে না
বাছুরকে জন্মের প্রথম ২ ঘণ্টার মধ্যে খাওয়াতে হবে -
i. কলোস্ট্রাম
ii. পানি
iii. কাচলা দুধ
গাভির কাচলা দুধে বেশি পরিমাণে রয়েছে-
i. শর্করা
ii. আমিষ
iii. ভিটামিন 'এ'
বাছুরের ব্যাকটেরিয়াজনিত রোগ কোনটি?
বাদলা রোগের জীবাণুর নাম কী?
বাছুরের মাংস ফুলে যায়, ফোলা স্থান হতে কালচে রঙের ফেনা বের হয় কোন রোগের কারণে?
একটি ১০০ কেজি ওজনের বাদলা রোগে আক্রান্ত বাছুরকে কত মিলি অক্সিমেনটিন-১০০ ইনজেকশন দিতে হবে?
বাছুর ঘন ঘন সাদা ও পাতলা মল ত্যাগ করে কোন রোগে আক্রান্ত হলে?
নবজাতক বাছুরকে কোন জাতীয় ওষুধ খাওয়ানো উচিত?
বাছুর তীব্র পর্যায়ে শ্বাসকষ্ট হয়ে মারা যেতে পারে কোন রোগ হলে?
ন্যাভাল ইল রোগের কারণ-