তড়কা রোগের টিকা -
i. চামড়ার নিচে দেওয়া হয়
ii. ৬ মাস পর পর দিতে হয়
iii. অ্যানথ্রাক্স স্পোর নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?
মহিষ গলাফোলা রোগে আক্রান্ত হলে -
i. তাপমাত্রা ১০৪-১০৫° ফারেনহাইট হয়
ii. জিহ্বা বের করে শ্বাস নেয়
iii. জিহ্বা ফুলে যায়
আইভারমেকটিন ওষুধ প্রয়োগ করতে হয় -
i. ১০০ কেজিতে ১ মিলি
ii. চামড়ার নিচে
iii. ভারমিক অথবা এইভোমিক আকারে
ভিটামিনের অভাব হলে -
i. এ-ফোরটি ক্যাপসুল খাওয়াতে হবে
ii. ৪-৫টি ইনজেকশন দিতে হবে
iii. ১ লক্ষ ইউনিট ইনজেকশন দিতে হবে
ছাগলের জন্য মাচার উপর ঘর নির্মাণ করতে হলে কত সেমি উচ্চতায় করা ভালো?
ছাগলকে দৈনিক কত ঘন্টা ঘাস খাওয়ালে উপকার হয়?
একটি বাড়ন্ত ছাগলকে কত লিটার পানি খাওয়াতে হবে?
দুধ ছাড়ার পর ১টি খাসিকে দৈনিক ইউরিয়া চিটাগুড় খাওয়ালে কতগ্রাম করে ওজন বাড়ে?
বাণিজ্যিকভাবে ছাগল পালনে ১০০ কেজি খাদ্য তৈরিতে কত ভাগ ভিটামিন ও মিনারেল প্রিমিক্স দিতে হয়?
একজোড়া ছাগলের জন্য খোয়াড়ের
i. দৈর্ঘ্য হবে ৪০০ সেমি
ii. প্রস্থ হবে ১৫০ সেমি
iii. উচ্চতা হবে ১৮০ সেমি
ইউরিয়া দ্বারা প্রক্রিয়াজাত খাদ্যে –
i. আমিষের পরিমাণ বেশি থাকে
ii. আঁশজাতীয় উপাদান বেশি থাকে
iii. পরিপাক ভালো হয়
খাসিকে ইউরিয়া চিটাগুড় মিশ্রিত খড় খাওয়ালে -
i. দিনে ৬০ গ্রাম ওজন বাড়ে
ii. বছরে ১৮-২২ কেজি ওজন হয়
iii. পেট ফোলা রোগে আক্রান্ত হতে পারে
১টি সুস্থ ছাগলের নাড়ির স্পন্দন প্রতি মিনিটে কত বার?
একটি সুস্থ ও স্বাভাবিক ছাগলের শরীরে তাপমাত্রা কত ডিগ্রি সে. হওয়া প্রয়োজন?
নিচের কোন রোগটি ছাগলের প্লেগ নামে পরিচিত?
ছাগলের প্লেগ হয়ে থাকে কোন ভাইরাসের আক্রমণে?
ছাগলের PPR রোগের জন্য কোন ভ্যাকসিনটি দিতে হবে?
গোট পক্স রোগ কীসের আক্রমণে হয়ে থাকে?
ছাগলে FMD রোগ হলে কোন ভ্যাকসিন দিতে হবে?
ছাগলের ব্যাকটেরিয়াজনিত রোেগ কোনটি?