একটি দুগ্ধবতী গাভিকে দৈনিক কী পরিমাণ সবুজ কাঁচা ঘাস খাওয়াতে হবে?
একটি দেশি গরুকে দৈনিক কত কেজি শুকনো খড় দিতে হয়?
গরুর প্রতিদিন শুকনো খড়ের সাথে কত গ্রাম ঝোলাগুড় মিশাতে হয়?
খড় প্রক্রিয়াজাত করার জন্য খড়ের সাথে কী মেশানো হয়?
একটি গরুকে দৈনিক কত কেজি ইউরিয়া মেশানো খড় খাওয়াতে হবে?
পাঁচ লিটারের উর্ধ্বে প্রতি তিন লিটার অতিরিক্ত দুধ পাওয়ার জন্য গাভীকে অতিরিক্ত কত কেজি দানাদার খাদ্য খাওয়াতে হবে?
কততম বার বাচ্চা প্রসবের পর গাভি সবচেয়ে বেশি দুধ দেয়?
নাইট্রেটযুক্ত ফরেজকে কী প্রক্রিয়ায় সংরক্ষণ করা উচিত?
হে-তে শতকরা কতভাগ আর্দ্রতা থাকে?
একটি বাছুর জন্মের কতক্ষণ পর দুধ খেতে সক্ষম হয়?
পানির আপেক্ষিক গুরুত্ব কত?
পাস্তুরাইজেশন পদ্ধতি উদ্ভাবন করেন কে?
আদর্শ দুধে কত ভাগ ফ্যাট বা চর্বি থাকে?
স্বাভাবিক দুধের আপেক্ষিক গুরুত্ব কত?
দুগ্ধ খামার স্থাপনে সফলতা পাওয়ার জন্যে কোন বিষয়টিকে বেশি প্রাধান্য দেয়া উচিত?
দুধ দোহনের কত সময় আগে বাছুরকে গাভির কাছ থেকে সরিয়ে রাখতে হয়?
দুধ দোহনের পূর্বে গাভির ওলান কীভাবে পরিষ্কার করতে হয়?
বাছুর জন্মের পর শ্বাস-প্রশ্বাসের সুবিধার জন্য কোনটি করতে হয়?
গাভির জাত নির্বাচনের সময় কোন বিষয়টি প্রথমে বিবেচনায় রাখা উচিত?
গাভির অকাল গর্ভপাত হয় কোন রোগের কারণে?