বাছুরের জন্মের পর পরই -
i. নাভি কেটে শক্ত করে বেঁধে দিতে হয়
ii. গরম পানি দিয়ে শরীর ধুইতে হয়
iii. নাভীর কাটা জায়গায় টিংচার আয়োডিন লাগাতে হয়
নিচের কোনটি সঠিক?
পারিবারিক দুগ্ধ খামার স্থাপন করলে -
বাচ্চা প্রসবের ৩-৪ দিন পূর্ব হতে গাভিকে পাহারা দেওয়ার কারণ-
i. প্রসবপূর্ব অবস্থা পর্যবেক্ষণ করা
ii. গর্ভফুল দ্রুত সরিয়ে ফেলা
iii. বন্য পশু থেকে বাচ্চা নিরাপদ রাখা
বাচ্চা প্রসবের পর গাভির গর্ভফুল কী করা উচিত?
কোন ঘটনাটি ঘটলে গাভির অজীর্ণতা রোগ দেখা যায়?
প্রসবের কত ঘণ্টার মধ্যে গাভির গর্ভফুল না পড়লে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত?
উন্নত জাতের গাভির -
i. ওলান ফোলা থাকবে
ii. শরীর আঁটসাঁট হয়
iii. দুধ শিরা ফোলা হবে
গাভির অকাল গর্ভপাত ঘটে—
i. দুধজ্বরে
ii. ওলান প্রদাহে
iii. জরায়ুর প্রদাহে
গাভির প্রসবের পূর্বে -
i. যোনিপথ স্ফীত ও লাল হয়
ii. খাদ্যের চাহিদা বেড়ে যায়
iii. ওলান বড় হতে থাকে
আঃ করিম তার দুগ্ধবতী গাভিকে খাওয়ানোর জন্য ১০ কেজি দানাদার খাদ্য তৈরি করল। সে এতে কত কেজি তিলের খৈল মিশাবে?
গাভির দুধ উৎপাদন ও দুধের গুণগতমান নির্ভর করে -
i. বংশ ও জাতের বৈশিষ্ট্যের ওপর
ii. খাদ্যের ধরনের ওপর
iii. বাসস্থানের পরিবেশের ওপর
দুধের বিশুদ্ধতা কীভাবে নষ্ট হতে পারে?
গাভির দুধ জ্বর হয়ে থাকে
i. খাদ্যে ক্যালসিয়ামের অভাবে
ii. বিপাকে অসুবিধা হলে
iii. প্রয়োজনমতো খাদ্য প্রদান না করলে
কোনটি বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে?
গাভির কাঁচলা দুধে কোন ভিটামিন বেশি থাকে?
নবজাতক বাছুরকে রোগ থেকে রক্ষার জন্য নিয়মিত-
i. সংক্রামক রোগের টিকা দিতে হবে
ii. প্রতিদিন গোসল করাতে হবে
iii. কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে
আদর্শ দুধে শতকরা কত ভাগ ফ্যাট থাকে?
ল্যাক্টোমিটার যন্ত্র দিয়ে কী মাপা হয়?
শীতলীকরণ পদ্ধতিতে দুধ কতভাবে সংরক্ষণ করা যায়?
দুধ সংরক্ষণের সবচেয়ে উন্নত পদ্ধতি কোন্টি?