দুধে প্রোটিনের পরিমাণ শতকরা কত ভাগ?
প্রজননের জন্য সংরক্ষিত প্রাপ্তবয়স্ক ষাঁড়কে কি বলে?
এক বছরের কম বয়সের পুরুষ বাচ্চাকে বলা হয়-
নদীর পানির মহিষের গর্ভকাল কতদিন?
নিলি-রাভি জাতের মহিষের বৈশিষ্ট্য কোনটি ?
গরিবের গাভি বলা হয় কোন প্রাণীকে?
দেশি জাতের ছাগল কোনটি?
যমুনাপাড়ি ছাগলের উৎপত্তিস্থল ভারতের কোথায়?
ছাগলের পিপিআর কোন ধরনের রোগ?
গাভির দুধজ্বর হওয়ার অন্যতম কারণ কী?
জলাতঙ্ক রোগে আক্রান্ত পশুর লক্ষণ সাধারণত কত দিনের মধ্যে প্রকাশ পায়?
ক্ষুরারোগে আক্রান্ত হলে পশুর শরীরের তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে?
বাছুরের বাদলা রোগ কীসের মাধ্যমে সংক্রামিত হয়?
যক্ষ্মায় আক্রান্ত মহিষের শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়?
ছাগলের দুধ কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়?
নিচের কোন ঔষধটি কৃমিনাশক?
শর্করা জাতীয় খাদ্য হজমে সমস্যা হলে রক্তে কোন বিষাক্ত দ্রব্য জমা হওয়ার ফলে বিষক্রিয়া দেখা দেয়?
যক্ষ্মা রোগের জীবাণুর নাম কী?
কোন ঋতুতে তড়কা রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়?
আদ্রর্তা বেশি হলে খাদ্যে কোন জীবাণুর আক্রমণ হয়?