দুধকে ৪ ঘণ্টা পরপর কত মিনিট করে ফুটালে দুধ সম্পূর্ণ জীবাণুমুক্ত হয়?
মহিষের গোয়ালঘরের স্থান-
i. কিছুটা নিচুতে করতে হবে
ii. বেলে মাটির হতে হবে
iii. সূর্যের আলোযুক্ত হবে
নিচের কোনটি সঠিক?
খোলা গোয়ালের অসুবিধা হলো-
i. দুধ দোহনের পৃথক ঘর দরকার হয়
ii. পশু মারামারি করে
iii. পশু দুর্বল হয়ে যায়
এক-সারি বিশিষ্ট বদ্ধ ঘরে-
i. চাড়ির জন্য ৭৫ সেমি জায়গা থাকে
ii. ছাদ ২৪০ সেমি উঁচুতে হয়
iii. মহিষ দাঁড়াতে ১৭০ সেমি জায়গা রাখা হয়
একটি দুগ্ধবতী মহিষকে দৈনিক কত কেজি কাঁচা ঘাস সরবরাহ করতে হবে?
সবুজ ঘাসের অভাব হলে ১টি মহিষকে দৈনিক কত কেজি শুকনো খড় দিতে হবে?
একটি মহিষকে প্রদানকৃত খাদ্যের মোট শুষ্ক পদার্থের কতভাগ আঁশযুক্ত খাদ্য হতে হবে?
মহিষের জন্য ২০ কেজি দানাদার খাদ্য তৈরি করতে হলে কত কেজি বাদামের খৈল মেশাতে হবে?
একটি বাড়ন্ত মহিষের ক্ষেত্রে কতভাগ হারে পুষ্টি উপাদান সরবরাহ করতে হবে?
একটি পূর্ণবয়স্ক মহিষের খাদ্যে শস্য নাড়ার পরিমাণ কত ভাগ হবে?
পূর্ণ বয়স্ক মহিষের খাদ্যে থাকবে-
i. সবুজ ঘাস ১৫-৩০%
ii. শস্য নাড়া ২-৫%
iii. চাষকৃত ফডার ৫-৮%
তড়কা রোগে আক্রান্ত মহিষের শরীরের তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে?
মহিষের তড়কা রোগের প্রতিরোধক হিসেবে এনথ্রাক্স স্পোর ভ্যাকসিন কত বছর পরপর প্রয়োগ করতে হয়?
মাসুদ আলীর মহিষের শরীরের তাপমাত্রা বেড়ে ১০৫-১০৭ ডিগ্রি ফারেনহাইট হলো। তার মহিষের কোন রোগ হয়েছিল?
মহিষের শক্ত জিহ্বা রোগ কোন ব্যাকটেরিয়ার আক্রমণে হয়?
হালটানা মহিষের কোন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি?
মহিষের চূড়ার ক্ষত রোগ অন্য কোন নামে পরিচিত?
নবজাতক মহিষের বাচ্চা শালদুধের মাধ্যমে কোন কৃমি দ্বারা আক্রান্ত হতে পারে?
'এডিমা' বলতে কী বুঝ?
মহিষের তড়কা রোগের ফলে-
i. শরীরের তাপমাত্রা ১০৪-১০৫° ফারেনহাইট হয়
ii. মৃত্যুর পর শরীর নরম হয়ে যায়
iii. নাড়ির গতি দ্রুত হয়ে যায়