বাছুরের ব্যাকটেরিয়াজনিত রোগ হলো-
i. কাফ স্কাওয়ার
ii. নিউমোনিয়া
iii. জলাতঙ্ক
নিচের কোনটি সঠিক?
গাভির প্রথম শালদুধ বা কলোস্ট্রামের অভাবে হয় -
i. সাদা বাহ্য রোগ
ii. কাফ স্কাওয়ার রোগ
iii. সালমোনেলোসিস রোগ
বাছুরের ন্যাভল ইল রোগে-
i. নাভি ফুলে যায়
ii. আক্রান্ত বাছুর মারা যায়
iii. নাভিতে চাপ দিলে রক্ত বের হয়
সালমোনেলোসিস রোগে আক্রান্ত বাছুরের -
i. নাক মুখ দিয়ে ঘন শ্লেষ্মা বের হয়
ii. হলুদ রঙের রক্তমিশ্রিত পায়খানা হয়
iii. বিভিন্ন স্থানের গিরা ফুলে যায়
প্যারাটাইফয়েড রোগ প্রতিরোধে -
i. ইঁদুর ও মাছি ধ্বংস করতে হবে
ii. অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে
iii. নিউমোনিয়ার চিকিৎসা করতে হবে
কোন খাদ্যের অভাবে দুধের উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে যায়?
গাভিকে পর্যাপ্ত পানি খেতে দিলে কত শতাংশ দুধ বেশি পাওয়া যায়?
কোন সময়ে দুধ দোহন করলে মাখনের পরিমাণ বেশি হয়?
গাভিকে ২৪ ঘণ্টার মধ্যে কতবার দুধ দোহন করা উচিত?
গাভি হতে দোহনকৃত দুধের কতভাগ সামনের দিকের বাঁট হতে আসে?
গাভির ওলানের সম্মুখ বাঁট থেকে কত শতাংশ দুধ পাওয়া যায়?
গাভি বাচ্চা প্রসবের কতদিনের মধ্যে পাল দেওয়া উচিত?
ডেইরি এর আভিধানিক অর্থ কী?
গাভির দুধে মাখনের হার বেশি হয়-
i. সুষম খাদ্য খাওয়ালে
ii. গুঁড়ো করা খড় খাওয়ালে
iii. শুকনো দানাদার খাদ্য খাওয়ালে
নাইট্রেটযুক্ত ফরেজকে -
i. হে করে সংরক্ষণ করতে হয়
ii. সাইলেজ করে সংরক্ষণ করতে হয়
iii. শস্য ফরেজ উপর থেকে কাটতে হয়
প্রকৃতির সর্বশ্রেষ্ঠ 'আদর্শ খাদ্য' কোনটি?
যে সমস্ত গাভির বাঁট মোটা ও মাংসল সে সমস্ত গাভি দোহনের জন্য কোন পদ্ধতিটি উপযুক্ত?
দুগ্ধবতী পশুকে দোহনের কত ঘণ্টা পূর্ব পর্যন্ত খাবার খাওয়ানো যাবে?
দুগ্ধবতী গাভিকে প্রদান করার জন্য পানিতে কত শতাংশ হারে ব্লিচিং পাউডার প্রদান করতে হবে?
দুধ দোহনের সময় ওলান ও বাঁট কি দ্বারা পরিষ্কার করতে হয়?