কখন দুগ্ধবতী গাভির শরীর ভালভাবে ব্রাশ করে পশম সরিয়ে ফেলা উচিত?
দুগ্ধ ট্যাংকে বর্জ্য দূষণের অনুঘটক হিসেবে কোন জীবাণুটি উপস্থিত থাকে?
দুধের বিশুদ্ধতা নষ্ট হতে পারে-
i. গাভির খাদ্য ও স্বাস্থ্য ব্যবস্থাপনায়
ii. দুধ দোহনে অসাবধানতার কারণে
iii. গাভি লালন পালনে অজ্ঞতায়
নিচের কোনটি সঠিক?
দুধে চর্বির পরিমাণ নির্ধারণ করার যন্ত্রের নাম কী?
দুধের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করা হয় কোন যন্ত্রের দ্বারা?
ল্যাকটোমিটারে আরেক নাম কী?
ছাগলের স্টল ঘরে কোনটি করা হয়?
বন্যার সময় পশুকে কোন খাদ্য দিতে হয়?
সাইলোপিট কী?
গরুকে ইউরিয়া কেন খাওয়ানো হয়?
গরুকে চিটা গুড় খাওয়ানোর কারণ
i. হজম শক্তি বাড়ে
ii. মোটাতাজা হয়
iii. দুধ বেশি দেয়
গবাদি পশুর রোগ প্রতিরোধের উপায়
i. জীবাণু প্রতিরোধী টিকা দেয়া
ii. অসুস্থ পশু পৃথক রাখা
iii. সুষম খাবার খাওয়ানো
পশুর তড়কা রোগ হলে কোন লক্ষণটি প্রকাশ পায়?
গাভির রোগ প্রতিরোধ ব্যবস্থার মধ্যে রয়েছে-
i. স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা
ii. অসুস্থ গাভি আলাদা রাখা
iii. সুস্থ গাভিকে নিয়মিত টিকা প্রদান
গবাদিপশুর ক্ষুরা রোগে কোন ওষুধ প্রদান করতে হয়?
হুরমতির গাভিটি হঠাৎ রক্ত মিশ্রিত দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা করছে। কোন রোগের কারণে এমন হচ্ছে বলে তুমি মনে করো?
গোবসন্তে আক্রান্ত গরুর মুখের ঘায়ের জন্য কোন ওষুধটি ব্যবহার করতে হয়?
পশুর মুখ দিয়ে ফেনা বের হয় এবং মুখ খুলে নিঃশ্বাস নেয় কোন রোগের কারণে?
তড়কা রোগে আক্রান্ত পশুর
i. শরীরে খিঁচুনি হয়
ii. দাঁত কটমট করে
iii. জিহ্বায় ফোস্কা পড়ে
কৃমির আক্রমণে পশুর
i পুষ্টির অভাব হয়
ii. ওজন বেড়ে যায়
iii. ক্ষুধা কমে যায়