ফিতা কৃমির আক্রমণে পশুর কোন লক্ষণটি দেখা যায়?
খনিজ পদার্থের অভাবে গবাদি পশুর
i. রিকেটস হয়
ii. দুধ জ্বর দেখা দেয়
iii. ওলান প্রদাহ হয়
নিচের কোনটি সঠিক?
কোনটি গবাদি পশুর পেটফাঁপা রোগের লক্ষণ?
পশুর ক্ষুরা রোগের কারণে কোনটি হয়?
পশুর জলাতঙ্ক রোগ হলে
i. পাগলামি ভাব হয়
ii. মুখ দিয়ে লালা ঝরে
iii. নিচের চোয়াল ঝুলে পড়ে
ছাগলের শ্বাসকষ্ট হয় ও নাক দিয়ে পানি পড়ে কোন রোগের কারণে?
নিচের কোন রোগটি ছাগলের প্লেগ নামে পরিচিত?
ছাগলের বসন্ত রোগ কীসের আক্রমণে হয়ে থাকে?
রহমত আলীর ছাগলের নাক দিয়ে জল পড়ছে এবং জলফোস্কা দেখা দিয়েছে। তার ছাগলের কী রোগ হয়েছে?
গোটপক্স রোগে ক্ষতস্থান কী দ্বারা ধুয়ে দিতে হয়?
কৃমি রোগে আক্রান্ত হলে ছাগলের
i. রক্ত আমাশয় হয়
ii. ওজন কমে যায়
iii. পাতলা পায়খানা হয়
ছাগলের নিউমোনিয়া রোগের লক্ষণ কোনটি?
কৃত্রিম প্রজননের মাধ্যমে পশুর
i. সংখ্যা বৃদ্ধি করা যায়
ii. জাত উন্নয়ন করা যায়
iii. মৃত্যুর হার কমানো সম্ভব
তড়কা রোগাক্রান্ত পশুর
i. আলকাতরার মতো পায়খানা হয়
ii. নাক ও কান দিয়ে রক্ত পড়ে
iii. জিহ্বা বেরিয়ে আসে
দুধজ্বর না হওয়ার জন্য গাভিকে কোন খাদ্য বেশি দিতে হয়?
গাভি ঘাড় বাঁকা করে মাটিতে শুয়ে পড়ে এবং ওলান শক্ত হয়ে যায় কোন রোগের কারণে?
নিচের কোন রোগটি গর্ভবর্তী গাভির বেশি হয়ে থাকে?
গর্ভবতী গাভির বাঁট দিয়ে দুধের মতো কষ বের হয় কোন রোগের কারণে?
বাদলা রোগের প্রতিরোধে পশুকে কত মাস বয়সের মধ্যে টিকা দেওয়া উচিত?
বাছুরের সাদা বাহ্য রোগ হলে
i. চাল ধোয়া পানির মতো পায়খানা করে
ii. পেট ফুলে যায় ও শ্বাস কষ্ট হয়
iii. ঘন ঘন ও পাতলা মল ত্যাগ করে