মূল্য নির্ধারণের উদ্দেশ্য হলো-
i. নগদ প্রবাহ নিশ্চিতকরণ
ii: পণ্যের আকর্ষণীয়তা বৃদ্ধি
iii. প্রতিযোগিতায় টিকে থাকা
নিচের কোনটি সঠিক?'
প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ পদ্ধতি হলো-
i. চলমান হারে মূল্য নির্ধারণ
ii. দরপত্রভিত্তিক মূল্য নির্ধারণ
iii. ভারসাম্য বিন্দু মূল্য নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
মূল্য নির্ধারণের অভ্যন্তরীণ বিবেচ্য বিষয় হলো-
i. স্থায়ী ও পরিবর্তনশীল ব্যয়
ii. বিপণন মিশ্রণ
iii. প্রতিযোগীদের মূল্য ও অর্পণ
ভোগ্যপণ্যের অন্তর্ভুক্ত হলো-
i. জেনারেটর ও ইঞ্জিন
ii. টিভি ও ফ্রিজ
iii. শাড়ি ও গহনা
লোভনীয় পণ্যের অন্তর্ভুক্ত হলো-
i. মোবাইল ও ল্যাপটপ
ii. চানাচুর ও চীনা বাদাম
iii. চটপটি ও আইসক্রিম
বিশিষ্ট পণ্যের উদাহরণ হলো-
i. মার্সিডিজ বেঞ্জ গাড়ি
ii. মারুতি গাড়ি
iii. Rado ঘড়ি
যে পণ্য প্রক্রিয়াজাতকরণ করা হয় তাকে বলে-
i. কাঁচামাল
ii. সহায়ক যন্ত্রপাতি
iii. অর্ধপ্রস্তুত দ্রব্য
ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণে বিবেচ্য বিষয় হলো-
i. ক্রেতার উপলব্ধি
ii. বিক্রেতার খরচ
iii. পণ্যের চাহিদা
গ্রীষ্মকালে যে ফ্যানের মূল্য ছিল ২,৫০০ টাকা, সে ফ্যানাটি জনাব অনিক শীতকালে ২,০০০ টাকা দিয়ে ক্রয় করেন। এত কম মূল্যে ফ্যান ক্রয় করতে পেরে জনাব অনিক ও পরিবারের সবাই খুশি। এ ধরনের বাট্টাকে কী বলে?
i. নগদ বাট্টা
ii. মৌসুমি বাট্টা
iii. পরিমাণ বাট্টা
ক্রেতারা কোন ধরনের পণ্য আবেগের বশবর্তী হয়ে ক্রয় করে?
ক্রেতার ক্রয়কৃত ভোগ্যপণ্যের পরিমাণ কীরূপ হয়?
কোনটি শিল্পপণ্য?
বাজারে উপস্থাপনের জন্য পণ্যের কোন গুণটি থাকা আবশ্যক?
কোন ধরনের পণ্য সামাজিক সচেতনতা সৃষ্টি করতে পারে?
রহিম ট্রেডার্সের যন্ত্রপাতিগুলোকে সচল রাখতে প্রতিদিন কয়েক হাজার ইউনিট বিদ্যুৎ খরচ হয়। রহমান ট্রেডার্সে ব্যবহৃত বিদ্যুৎকে বিপণনের ভাষায় কী বলে?
জুনায়েদের প্রতিষ্ঠানের পরিবর্তনশীল ব্যয় ২০ টাকা। তিনি মোট স্থায়ী ব্যয় ৫,০০,০০০ টাকা ও মোট বিক্রয়ের পরিমাণ ৫০,০০০ এককের ভাগফলের সাথে ২০ টাকা যোগ করে ৩০ টাকা ফলাফল পেলেন। জুনায়েদের প্রাপ্ত ফলাফলটি কিসের?
সাকিব বাজারে নতুন একটি টুথপেস্টের প্যাকিং দেখে তা ক্রয় করে। এক্ষেত্রে সাকিব পণ্যটির কোন স্তর দেখে আকৃষ্ট হয়েছে?
চূড়ান্ত ভোক্তা কর্তৃক ব্যক্তিগত ভোগের উদ্দেশ্যে ক্রয়কৃত পণ্যকে কী বলে?
৫ বছর বয়সি ঐশী স্কুলের সামনে খেলনা দেখেই সেই কিনতে তার বাবাকে বলল। ঐশী যে পণ্যটি ক্রয় করতে চায় তা কোন ধরনের পণ্য?
মানুষের মৌলিক চাহিদা পূরণ করে কোন ধরনের পণ্য?