বরিশালের নোমান সৌরশক্তিচালিত নতুন একটি মোটরবাইক উদ্ভাবন করল। এক্ষেত্রে পণ্যটি কোন শ্রেণিতে পড়বে?
উৎপাদন একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত বাড়ানো বা কমানোর সাথে যে ব্যয়ের হ্রাস-বৃদ্ধি ঘটে তাকে কী বলে?
পণ্যের জীবনচক্রের পতন স্তরে ঘটে-
i. বিক্রয়ের ভারসাম্য
ii. বণ্টনপ্রণালির হ্রাস
iii. মুনাফা হ্রাস
নিচের কোনটি সঠিক?
পণ্যের সহযোগী গুণাবলি হিসেবে বিবেচ্য হলো-
i. প্যাকেজিং
ii. ওয়ারেন্টি
iii. ব্র্যান্ড
কোম্পানি ও পণ্যের পরিবর্তনশীল ব্যয় হলো-
i. কাঁচামালের ব্যয়
ii. কারখানা মূল্য
iii. শ্রমিকের মজুরি
প্রতিযোগিতাভিত্তিক মূল্য নির্ধারণের অন্তর্ভুক্ত বিষয় হলো-
i. চলমান হারে মূল্য নির্ধারণ
ii. চাহিদা ও সরবরাহের ভারসাম্যভিত্তিক মূল্য নির্ধারণ
iii. সিলমোহরকৃত নিলামের মাধ্যমে মূল্য নির্ধারণ
SONY কোম্পানি বাজারে নতুন মোবাইল এনেছে। পণ্যটি ক্রেতাদের আকৃষ্ট করার কারণ হলো-
i. ব্র্যান্ডের প্রতি আনুগত্য
ii. বিশেষ শ্রেণির ক্রেতার স্বতঃস্ফূর্ততা
iii. পরিবর্তনশীল চাহিদা
ভোগপণ্য মূলত ক্রয় করা হয়-
i. ব্যক্তিগত ভোগের উদ্দেশ্যে
ii. পারিবারিক ভোগের উদ্দেশ্যে
iii. মুনাফা অর্জনের উদ্দেশ্যে
নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি ও ব্যবসায়ের সম্প্রসারণ হলে মানুষের কী বৃদ্ধি পায়?
উৎপাদনের মাধ্যমে বৃদ্ধি পায় কোনটি?
কখন গড় উৎপাদন খরচ একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত কমতে থাকে?
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় কী?
ব্যক্তিগত আয় বৃদ্ধি পেলে জাতীয়-
i. সমৃদ্ধি হ্রাস পায়
ii. সমৃদ্ধি বৃদ্ধি পায়
iii. আয়ের পরিমাণ বৃদ্ধি পায় '
সরকারের রাজস্ব আয়ের প্রধান খাতগুলো হলো-
i. কর
ii. রাজস্ব
iii. শুল্ক
সরকারের আয় যত বাড়ে-
i. সরকার তত শক্তিশালী হয়
ii. দেশের অবকাঠামো তত উন্নত হয়
iii. সরকার তত ক্ষমতাশালী হয়
জাতীয় উৎপাদন হচ্ছে দেশের-
i. অর্থনৈতিক সূচক
ii. অগ্রগতির সূচক
iii. অর্থনীতির প্রবৃদ্ধির সূচক
২০১১-২০১২ অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান ছিল শতকরা কত ভাগ?
প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে রূপগত উপযোগ সৃষ্টির সকল প্রয়াসসংশ্লিষ্ট খাতকে কী বলে?
২০১০-২০১১ অর্থবছরে বাংলাদেশে মোট জাতীয় উৎপাদনে কোন খাতের অবদান ছিল ১৮.৪২%?
২০১০-২০১১ অর্থবছরে জাতীয় উৎপাদনে সেবা খাতের পরিমাণ শতকরা কত ভাগ ছিল?