ক্রেতাদের ধরে রাখার জন্য জনাব রিমনের করণীয় হলো-
i. মানসম্মত পণ্য বিক্রয়
ii. উপযুক্ত মূল্যে পণ্য বিক্রয়
iii. প্রয়োজনের অতিরিক্ত পণ্য মজুদ
নিচের কোনটি সঠিক?
মিসেস শ্রাবণীর সমস্যা থেকে উত্তরণে করণীয় হলো-
i. গ্রাহকদের আস্থা অর্জনের পদক্ষেপ গ্রহণ করা
ii. অন্যান্য বিক্রেতাদের মূল্য বিবেচনা করা
iii. প্রতিযোগীদের পণ্যের মান বিবেচনা করা
নিচের কোনটি সঠিক
উৎপাদনের উপকরণ হলো-
i. ভূমি
ii. শ্রম
iii. মূলধন
উৎপাদনের আওতা হলো-
i. উপযোগ সৃষ্টি
ii. মান নিয়ন্ত্রণ
iii. গবেষণা ও উন্নয়ন
বাংলাদেশের উৎপাদন ব্যবস্থা দক্ষ নয়। এর কারণ হলো-
i. সরকারি নীতির অভাব
ii. মূলধনের অভাব
iii. দক্ষতার অভাব
উৎপাদন প্রকাশ করে-
i. মূল্যসূচক
ii. পরিমাণ সূচক
iii. আনুপাতিক হার
উৎপাদনের ক্ষেত্রে প্রকৃতিপ্রদত্ত সম্পদের পরিবর্তন করা হয়-
i. রূপ
ii. আকার
iii. উপযোগ
উৎপাদনের আওতাভুক্ত হলো-
i. কৃষিখাত
ii. শিল্পখাত
iii, সেবাখাত
উৎপাদনের সামাজিক গুরুত্ব-
i. ক্রেতা সন্তুষ্টি
ii. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
iii. জীবনযাত্রার মানোন্নয়ন
উৎপাদনকারী হলো-
i. আমদানিকারক
ii. রপ্তানিকারক
iii. পাটকলের মালিক
মানুষ প্রকৃতি থেকে পাওয়া দ্রব্যসামগ্রীর ক্ষেত্রে পরিবর্তন করতে পারে-
উৎপাদনের আওতার অন্তর্ভুক্ত হলো-
i. মৎস্য চাষ
ii. পশুপালন
iii. বনজ সম্পদ
সাধারণত অতিরিক্ত মূলধন সংগ্রহ করা হয়-
i. সম্পদের বিপরীতে
ii. ঋণের বিপরীতে
iii. জামানতের বিপরীতে
ব্যবস্থাপনার দক্ষতায় কর্মীরা উৎপাদনের পরিমাণ বাড়াতে পারে-
i. প্রশিক্ষণের মাধ্যমে
ii. উৎসাহ দানের মাধ্যমে
iii. উন্নত যন্ত্রপাতির মাধ্যমে
তানজিদা একটি কারখানা স্থাপন করেন। এটির মুনাফা অর্জনের জন্য তাকে বাড়াতে হবে-
i. উৎপাদন
ii. পণ্য বিক্রি
iii. শ্রমিকসংখ্যা
বাংলাদেশ সরকার উৎপাদনশীলতা বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে চায়। উৎপাদনশীলতার আওতা হলো-
i. কৃষি
ii. শিল্প
সত্যয় বেড়ে যায় -
i. ভোগ বাড়ানোর মাধ্যমে
ii. ভোগ নিয়ন্ত্রণের মাধ্যমে
iii. ভোগ কমানোর মাধ্যমে