ক্রেতাদের ধরে রাখার জন্য জনাব রিমনের করণীয় হলো-
i. মানসম্মত পণ্য বিক্রয়
ii. উপযুক্ত মূল্যে পণ্য বিক্রয়
iii. প্রয়োজনের অতিরিক্ত পণ্য মজুদ
নিচের কোনটি সঠিক?
মিসেস শ্রাবণী কোন পদ্ধতিতে মূল্য নির্ধারণ করেন?
মিসেস শ্রাবণীর সমস্যা থেকে উত্তরণে করণীয় হলো-
i. গ্রাহকদের আস্থা অর্জনের পদক্ষেপ গ্রহণ করা
ii. অন্যান্য বিক্রেতাদের মূল্য বিবেচনা করা
iii. প্রতিযোগীদের পণ্যের মান বিবেচনা করা
নিচের কোনটি সঠিক
১,০০,০০০ টাকা বিনিয়োগ করে ২০,০০০ টাকা পেলেন। এখানে মূলধনের উৎপাদনশীলতা কত?
সরকারের রাজস্ব আয়ের উৎস কোনটি?
উৎপাদনের উপকরণ হলো-
i. ভূমি
ii. শ্রম
iii. মূলধন
উৎপাদনের আওতা হলো-
i. উপযোগ সৃষ্টি
ii. মান নিয়ন্ত্রণ
iii. গবেষণা ও উন্নয়ন
বাংলাদেশের উৎপাদন ব্যবস্থা দক্ষ নয়। এর কারণ হলো-
i. সরকারি নীতির অভাব
ii. মূলধনের অভাব
iii. দক্ষতার অভাব
উৎপাদন প্রকাশ করে-
i. মূল্যসূচক
ii. পরিমাণ সূচক
iii. আনুপাতিক হার
উৎপাদনের ক্ষেত্রে প্রকৃতিপ্রদত্ত সম্পদের পরিবর্তন করা হয়-
i. রূপ
ii. আকার
iii. উপযোগ
উৎপাদনের আওতাভুক্ত হলো-
i. কৃষিখাত
ii. শিল্পখাত
iii, সেবাখাত
উৎপাদনের সামাজিক গুরুত্ব-
i. ক্রেতা সন্তুষ্টি
ii. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
iii. জীবনযাত্রার মানোন্নয়ন
উৎপাদনকারী হলো-
i. আমদানিকারক
ii. রপ্তানিকারক
iii. পাটকলের মালিক
মানুষ প্রকৃতি থেকে পাওয়া দ্রব্যসামগ্রীর ক্ষেত্রে পরিবর্তন করতে পারে-
উৎপাদনের আওতার অন্তর্ভুক্ত হলো-
i. মৎস্য চাষ
ii. পশুপালন
iii. বনজ সম্পদ
সাধারণত অতিরিক্ত মূলধন সংগ্রহ করা হয়-
i. সম্পদের বিপরীতে
ii. ঋণের বিপরীতে
iii. জামানতের বিপরীতে
ব্যবস্থাপনার দক্ষতায় কর্মীরা উৎপাদনের পরিমাণ বাড়াতে পারে-
i. প্রশিক্ষণের মাধ্যমে
ii. উৎসাহ দানের মাধ্যমে
iii. উন্নত যন্ত্রপাতির মাধ্যমে
তানজিদা একটি কারখানা স্থাপন করেন। এটির মুনাফা অর্জনের জন্য তাকে বাড়াতে হবে-
i. উৎপাদন
ii. পণ্য বিক্রি
iii. শ্রমিকসংখ্যা
বাংলাদেশ সরকার উৎপাদনশীলতা বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে চায়। উৎপাদনশীলতার আওতা হলো-
i. কৃষি
ii. শিল্প
সত্যয় বেড়ে যায় -
i. ভোগ বাড়ানোর মাধ্যমে
ii. ভোগ নিয়ন্ত্রণের মাধ্যমে
iii. ভোগ কমানোর মাধ্যমে