সাফিন ট্রেডার্সের শ্রমের উৎপাদনশীলতা ০.১০ এবং মোট উৎপাদনের একক ১,০০০ হলে সাফিন ট্রেডার্সের মোট শ্রমঘণ্টা কত হবে?
রাজশাহীতে আম ভালো জন্মে। সেখানকার আম চাষিরা ঢাকার ফল ব্যবসায়ীদের কাছে আম বিক্রি করেন। এতে কোন উপযোগ সৃষ্টি হয়?
সর্বাধুনিক প্রযুক্তি দ্বারা তৈরি স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত পণ্যকে কী বলে?
নিচের কোনটি বিশিষ্ট পণ্য?
নিচের কোনটি শপিং পণ্য?
নিচের কোনটি মূলধনী পণ্য?
পণ্যের জীবনচক্রের কোন স্তরে পণ্য বাজারে ছাড়া হয়?
পণ্যের জীবনচক্রের কোন স্তরে বিক্রয় সবচেয়ে বেশি?
পণ্যের জীবনচক্রের কোন স্তরে বিক্রয় সবচেয়ে হ্রাস পায়?
পণ্যের জীবন-চক্রের কোন স্তরে প্রতিযোগিতা সবচেয়ে বেশি?
ভারসাম্য বিন্দু কী?
দ্রুত বিল পরিশোধকারী ক্রেতাদেরকে যে মূল্য ছাড় দেওয়া হয় তাকে কী বলে?
নিচের কোনটি স্থির ব্যয়?
কোন পণ্যের মূল্য সবচেয়ে বেশি?
লোভনীয় পণ্যের বৈশিষ্ট্য কোনটি?
জরুরি পণ্যের বৈশিষ্ট্য কোনটি?
নিচের কোনটি বিশিষ্ট পণ্যের বৈশিষ্ট্যের বহির্ভূত?
ব্রেড, বিস্কুট, চানাচুর, চাল, ডাল ইত্যাদি কোন ধরনের পণ্যের উদাহরণ?
নিচের কোনটি সুবিধা পণ্যের উদাহরণ?
সাব্বির অনার্স পরীক্ষায় ১ম শ্রেণিতে ১ম হওয়ায় তার বাবা সন্তুষ্ট হয়ে তাকে Apple ব্র্যান্ডের একটি 'আইফোন- 53' মোবাইল ফোন কিনে দেন। তাই সাব্বির খুব খুশি। বাবার কাছ থেকে পাওয়া গিফটটি কোন ধরনের ভোগ্যপণ্য?