উৎপাদন খরচ হ্রাস করলে কোম্পানির কী বৃদ্ধি পায়?
i. মুনাফা
ii. জীবনযাত্রার মান
iii. আয়
নিচের কোনটি সঠিক?
রাষ্ট্রীয় সংগঠন কোনটি?
শিমুল পাড়ার সমমনা কয়েকজন ব্যক্তিকে নিয়ে সমঅধিকারের ভিত্তিতে একটি পোল্ট্রি খামার গড়ে তোলেন। শিমুলদের এ খামারটি হলো—
উৎপাদনের উপকরণ কয়টি?
যৌথ মূলধনী সংগঠনের বৈশিষ্ট্য হলো—
i. কৃত্রিম ব্যক্তিসত্তা
ii. অধিক মূলধন
iii. শেয়ার হস্তান্তরযোগ্য
নিচের কোনটি সঠিক ?
উৎপাদনের আদি ও মৌলিক উপাদান কোনটি?
জনাব বরুণ কর্তৃক বিনামূল্যে পণ্য মেরামতের ব্যয় কোন ধরনের ব্যয়?
জনাব বরুণ যে সিদ্ধান্ত নিয়েছেন এর ফলে যে সুবিধা পাওয়া যাবে তা হলো—
i সুনাম বৃদ্ধি
ii. ক্রেতা ধরে রাখা
iii. বিক্রয় বৃদ্ধি
জনাব রাহী কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন?
উন্নত কাঁচামাল, আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ কর্মী কোম্পানির বৃদ্ধি করে—
ii. উৎপাদনশীলতা
iii. সুনাম
দ্রব্য ও সেবা তৈরির প্রক্রিয়াকে কী বলা হয়?
অভাব পূরণের ক্ষমতাকে কী বলে?
কাঠ কেটে আসবাবপত্র তৈরির মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তা হলো—
উদ্দীপকে তপন পালের সামগ্রিক কার্যক্রমকে কী বলে?
তপন পালের কার্যক্রমের মাধ্যমে যে সুবিধা অর্জিত হয় তা হলো—
i. উপযোগ সৃষ্টি
ii. সামাজিক কল্যাণ সাধন
iii. জীবন-যাত্রার মান উন্নয়ন
মি. আশিফ বিভিন্ন বাজার থেকে পাট সংগ্রহ করে নিজস্ব পরিবহনের মাধ্যমে খুলনার করিম জুট মিলে সরবরাহ করে।
মি. আশিফের কার্যক্রমের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
অংশীদারি সংগঠনের সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন?
কৃত্রিম ব্যক্তিস্বত্বার অধিকারী কোন সংগঠন?
পারস্পরিক কল্যাণের লক্ষ্যে সম-অধিকারের ভিত্তিতে যে সংগঠন গড়ে তোলা হয় তার নাম কী?
মূলধন গঠনের প্রধান পর্যায় কয়টি?