মান নিরীক্ষা সংক্রান্ত ব্যয়' নিচের কোনটির অন্তর্ভুক্ত?
মিসেস ইলা রূপা পরিবহনে' ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। বাসে উঠার পর তিনি দেখলেন যে ১২টি আসন খালি পড়ে আছে। এক্ষেত্রে সেবার কোন বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে?
পণ্যের আকার-আকৃতি, রং ও মান নির্ধারণকে কী বলে?
পণ্য ডিজাইন এর কোন পর্যায়ে পুনঃডিজাইন এর প্রয়োজন পড়ে?
পণ্য বা সেবা যারা মানুষের অভাব মেটানের ক্ষমতাকে কী বলে?
কাজের ভিত্তিতে শ্রম বিভাগ করা হলে তাকে কী বলে?
কারিগরি দক্ষতা নির্ধারণ পণ্য ডিজাইন প্রক্রিয়ার কোন পর্যায়ে করা হয়?
নিচের কোনটি মূল্যায়ন ব্যয়?
সঞ্চয়ের ফল হলো—
জনাব আবুল কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন?
জনাব রহমতের সফলতার কারণ হলো—
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি প্রথমদিকে পণ্য ডিজাইনের কোনস্তরে অবস্থান করছে?
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ হলো -
নিচের কোন উপাদানটি পচনশীল ?
মান নিয়ন্ত্রণের মাধ্যমে -
i. পণ্যের মান যাচাই করা হয়
ii. ত্রুটি সংশোধন করা হয়
iii. ক্রমাগত মান উন্নয়ন করা হয়
নিচের কোনটি সঠিক?
'ক' নামক একটি প্রতিষ্ঠান বিভিন্ন দিবসকে সামনে রেখে বিশেষ শ্রেণির ভোক্তাদের বিশেষ ধরনের চাহিদার কথা বিবেচনা করে বিভিন্ন স্টাইলের পোশাক প্রস্তুত করে এবং বিক্রয় করে। ফলে সব ধরনের ভোক্তাই বেশ সন্তুষ্ট। প্রতিষ্ঠানটি কোন বিষয়কে প্রাধান্য দেয়—
ভূমির বৈশিষ্ট্য হলো-
i. এটি পচনশীল প্রকৃতির
ii. এটির বহুবিধ ব্যবহার আছে
iii. এর যোগানমূল্য নেই
উৎপাদন ক্ষেত্রে সময় নিরীক্ষা ব্যবহারের সুপারিশ কে করেন?
মজুদ মাল নিয়ন্ত্রণ অর্থ কী?
উৎপাদন প্রক্রিয়াকে বিভিন্ন নির্ভরশীলন্তরে ভাগ করা হলে তাকে কী বলে?