নাটোরের লালপুরে বৃষ্টিপাত খুব কম হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে জনাব শামীম সেখানে ব্রিকফিল্ড স্থাপন করেন। উদ্দীপকে জনাব শামীম ব্রিকফিল্ড স্থাপনে উৎপাদনের কোন উপকরণটিকে গুরুত্ব দিয়েছেন?
ভূমির বৈশিষ্ট্য হলো—
i. প্রকৃতির দান
ii. স্থানান্তর যোগ্য
ii. যোগান সীমিত
নিচের কোনটি সঠিক?
মি. রাজিব কম্পিউটারাইজড পদ্ধতিতে পণ্যের মান নিয়ন্ত্রণ করেন এবং ক্রেতাদের বয়স, রুচি ও পছন্দ অনুযায়ী পোশাক তৈরি করেন। সম্প্রতি তিনি আমেরিকাতে পোশাক রপ্তানি করতে চান।
রপ্তানির জন্য মি. রাজিবকে কোন প্রতিষ্ঠান থেকে মান সনদ সংগ্রহ করতে হবে?
নিচের কোনটি স্থির ব্যয়?
পণ্য ডিজাইন প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কোনটি?
উৎপাদনের উপকরণ কয়টি?
উৎপাদনের কোন উপকরণ পচনশীল?
শ্রমিকের যোগ্যতা অনুযায়ী কাজ বণ্টন করাকে কী বলে?
উদ্দীপকে জনাব ফারুকের প্রথম পর্যায়ের কাজে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
জনাব ফারুকের কর্মকান্ডের ফলে -
i. কর্মসংস্থান সৃষ্টি হয়
ii. প্রাকৃতির সম্পদের সদ্বব্যবহার হয়
ii. উৎপাদনশীলতা বৃদ্ধি পায়
কোনটি পণ্য ডিজাইন বহির্ভূত?
কোন উপকরণের দ্বারা উৎপাদনের সকল উপাদান একত্রীভূত করা হয়?
উৎপাদন ও উপকরণের অনুপাতকে কী বলে?
একটি কারখানায় ১,৫০,০০০ টাকা মূল্যের পণ্য উৎপাদন করতে কাঁচামাল বাব যায় ৩০,০০০ টাকা, শ্রম বাবদ ব্যয় হয় ২০,০০০ টাকা এবং যন্ত্রপাতি বাবদ বায় হয় ১০,০০০ টাকা। ঐ প্রতিষ্ঠানটির শ্রমের উৎপাদনশীলতা কত?
কোনটি পরিবেশ বিষয়ক ব্যবস্থাপনা পদ্ধতি?
উদ্দীপকে পণ্যের 'মান সনদ' ইস্যুকারী প্রতিষ্ঠানকারী কোনটি?
মি. হাসিবের মান সনদ গ্রহণের কারণ-
i. পণ্য বাজারজাতকরণের অনুমতি পাওয়া
ii. পণ্য মান সম্পর্কে নিশ্চয়তা প্রদান
iii. কর অবকাশের সুবিধা লাভ
উৎপাদনের অর্থ হলো-
i. উপযোগ নিঃশেষ
ii. উপযোগ সৃষ্টি
iii. রূপগত পরিবর্তন
নিম্নমানের পণ্য উৎপাদনজনিত খরচ কত প্রকার?
নিচের কোনটি দ্রব্য?