ভূমির বৈশিষ্ট্য হলো—
i. প্রকৃতির দান
ii. স্থানান্তর যোগ্য
ii. যোগান সীমিত
নিচের কোনটি সঠিক?
মি. রাজিব কম্পিউটারাইজড পদ্ধতিতে পণ্যের মান নিয়ন্ত্রণ করেন এবং ক্রেতাদের বয়স, রুচি ও পছন্দ অনুযায়ী পোশাক তৈরি করেন। সম্প্রতি তিনি আমেরিকাতে পোশাক রপ্তানি করতে চান।
রপ্তানির জন্য মি. রাজিবকে কোন প্রতিষ্ঠান থেকে মান সনদ সংগ্রহ করতে হবে?
জনাব ফারুকের কর্মকান্ডের ফলে -
i. কর্মসংস্থান সৃষ্টি হয়
ii. প্রাকৃতির সম্পদের সদ্বব্যবহার হয়
ii. উৎপাদনশীলতা বৃদ্ধি পায়
মি. হাসিবের মান সনদ গ্রহণের কারণ-
i. পণ্য বাজারজাতকরণের অনুমতি পাওয়া
ii. পণ্য মান সম্পর্কে নিশ্চয়তা প্রদান
iii. কর অবকাশের সুবিধা লাভ
উৎপাদনের অর্থ হলো-
i. উপযোগ নিঃশেষ
ii. উপযোগ সৃষ্টি
iii. রূপগত পরিবর্তন