নিচের কোনটিতে পণ্য মান যাচাই করা হয়?
'বাজার গবেষণা' পণ্য ডিজাইনের কোন পর্যায়ের অন্তর্ভুক্ত ?
জনাব শাকিলা বন্ধু পরিবহণ-এর এসি বাসে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলেন। বাসে ওঠার পর তিনি লক্ষ্য করলেন যে, ২৮ সিটের মধ্যে ১৫টি খালি পড়ে আছে। বিষয়টি তাঁকে ভাবিয়ে তুলল। এ ক্ষেত্রে সেবার কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
উৎপাদনশীলতার গুরুত্ব 'নয়' কোনটি?
'The Wealth of Nations' নামক গ্রন্থটি কে প্রকাশ করেন ?
উপযোগ অর্থ কী?
'Critical Path Method' কে উদ্ভাবন করেন?
মূলধন নিচের কোনটির উপর নির্ভর করে?
নিচের কোনটি পণ্য মান সম্পর্কিত নয়?
উদ্দীপকে বর্ণিত 'দেশ এগ্রো' কোন ধরনের ব্যবসায় সংগঠন?
উদ্দীপকে বর্ণিত 'দেশ এগ্রো' এর সফলতার মূল কারণ হলো –
পণ্যের পুনঃডিজাইন কোন স্তরে করা হয়?
প্রতিযোগিতামূলক সুবিধা প্রাপ্তির প্রত্যাশায় একাধিক প্রতিষ্ঠান একত্রিত হয়ে একই ব্যবস্থাপনার অধীনে পরিচালিত হলে তাকে কী বলে?
জনাব রহমত একটি সাইকেল উৎপাদকারী প্রতিষ্ঠানের মালিক। তাঁর প্রতিষ্ঠানটি সাইকেলের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন শ্রমিকের সাহায্যে উৎপাদন করে থাকে। অতঃপর সেগুলিকে একত্রিত করে একটি সম্পূর্ণ সাইকেল প্রস্তুত করা হয়। জনাব রহমত কোন ধরনের ডিজাইন অনুসরণ করেন?
'টেইলার্স' কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
নিম্নমানের পণ্য উৎপাদনের পরিণতি হলো-
i. মূল্যায়ন ব্যয় বৃদ্ধি
ii. উৎপাদশীলতা বৃদ্ধি
iii. লোকসান বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
স্বেচ্ছায় ও সম-অধিকারের ভিত্তিতে কোনটি গঠিত হয় ?
উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত কার্যাবলিকে কী বলে?
নিচের কোনটি ভূমির বৈশিষ্ট্য?
মানুষের সম্পদের যে অংশ তাকে কী বলে?