হক পরিবহণের তাপ নিয়ন্ত্রিত বাস নিয়মিত সিলেট থেকে চট্টগ্রাম রুটে চলাচল করে। গতকাল সকালে একটি বাসের ১০টি টিকেট অবিক্রিত থাকায় ক্ষতির সম্মুখীন হয়। উদ্দীপকে সেবার কোন বৈশিষ্ট ফুটে উঠেছে?
উৎপাদন ব্যবস্থাপনার কাজ কোনটি?
নিচের কোনটি জরুরি পণ্য?
জানাব হুসেন তার নিজস্ব বাগানের ক্যামিকেলমুক্ত আনারস দিয়ে জুস তৈরি করে বাজারে বিক্রি করেন। তার কাজটি উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত?
পণ্য ডিজাইনের উদ্দেশ্য হলো-
i. উপযোগ বৃদ্ধি
ii. আকর্ষন সৃষ্টি
iii. পণ্যের মূল্য বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
সার্বিক মান ব্যবস্থাপনা হলো—
i. অবিরাম উৎকর্ষ সাধন
ii. কর্মী সংশ্লিষ্টটা
iii. ক্রেতা সন্তুষ্টি
উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে -
i. উৎপাদন বৃদ্ধি পায়
ii. উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়
iii. মুনাফা বৃদ্ধি পায়
আলফা প্রতিষ্ঠান প্রশিক্ষণের জন্য কোন ধরনের ব্যয় করে?
আলফা কোম্পানিতে সংগঠিত ব্যায়ের ফলে -
i. উৎপাদিত পণ্যের মান বৃদ্ধি পাবে
ii. উৎপাদন ব্যয় হ্রাস পাবে
iii. প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে
কোনটি সেবামূলক প্রতিষ্ঠান?
সংগঠন কীসের সমন্বয় ?
নিচের কোনটি সমবায় সমিতির সুবিধা বলে গণ্য হয়?
নিম্নের কোন বৈশিষ্ট্যটি সংগঠনের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যহীন?
মূলধন গঠনের আর্থিক স্তর হলো—
i. সঞ্চয় সৃষ্টি
ii. সঞ্চয় সংগ্রহ ও ঋণ প্রদান
iii. সঞ্চয়কে মূলধনী দ্রব্যে রূপান্তরিতকরণ
উদ্দীপকে উল্লিখিত সংগঠনটি কোন ধরনের?
উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির আশানুরূপ ফল লাভে করণীয়—
i. দক্ষ ব্যবস্থাপনা
ii. সঠিক দায়িত্ব-কর্তব্য বণ্টন
iii. অধিক মূলধন
প্রাকৃতিক ও মানব সম্পর্কিত সম্পদ একত্র হয়ে কী সৃষ্টি হয়?
দীর্ঘমেয়াদি পণ্য উৎপাদন হওয়ার জন্য কী প্রয়োজন?
বাজারে পণ্য সরবরাহ কাম্য পর্যায়ে রাখতে উৎপাদন ব্যবস্থাপকের করণীয় হলো—
i. উৎপাদন নিয়ন্ত্রণ করা
ii. মান নিয়ন্ত্রণ করা
iii. মওজুদ নিয়ন্ত্রণ করা
মরুভূমির বালি পণ্য নয়, এর কারণ কী?