মূলধন গঠনের আর্থিক স্তর হলো—
i. সঞ্চয় সৃষ্টি
ii. সঞ্চয় সংগ্রহ ও ঋণ প্রদান
iii. সঞ্চয়কে মূলধনী দ্রব্যে রূপান্তরিতকরণ
নিচের কোনটি সঠিক?
কোন কাজটি নিয়মিতভাবে করলে যেকোনো প্রতিষ্ঠানের সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকে?
জনাব রাকিবের কার্যক্রমের মাধ্যমে যে সুবিধা পাওয়া যায় তা হলো-
i. প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার
ii. গবেষণা ও উন্নয়ন
iii. অর্থনৈতিক উন্নয়ন
মিস জান্নাতের প্রতিষ্ঠানে পুরাতন মেশিনের বদলে নতুন মেশিন লাগানোর ফলে কী হয়?
বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলি মূলত-
i. জন্মগত
ii. প্রকৃতিপ্রদত্ত
iii. শিক্ষামূলক
মোবাইল কোম্পানি 'এয়ার লিংক' পিক আওয়ারে প্রতি মিনিটে কথা বলার জন্য এক টাকা এবং অফ পিক আওয়ারে ৫০ পয়সা ধার্য করে। রেট কম থাকার কারণে অনেক গ্রাহকই কথা বলার জন্য অফ পিক আওয়ার বেছে নেন। এর ফলে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে লাভবান হচ্ছে।
উল্লিখিত উদ্দীপকে সেবার কোন বৈশিষ্ট্যের প্রভাবে অফ পিক আওয়ারে ভিন্ন রেট ধার্য করা হয়েছে?