রহমত একজন চাষি। এ বছর তার জমিতে ব্যবহৃত উপকরণের তুলনায় অধিক পরিমাণ ধান উৎপাদিত হয়েছে। এতে রহমতের-
i. উৎপাদনশীলতা বেড়েছে
ii. উৎপাদন ব্যয় বেড়েছে
iii. উৎপাদন হার বেড়েছে
নিচের কোনটি সঠিক?
উৎপাদনশীলতা বাড়ানোর উপায় হলো-
i. আউটপুট বাড়ানো
ii. ইনপুট কমানো
iii. আউটপুটের তুলনায় ইনপুট বাড়ানো
সাধারণ উৎপাদনশীলতা বলতে বোঝায় প্রতিষ্ঠানের-
i. ইনপুট আউটপুটের অনুপাতকে
ii. মুনাফা সৃষ্টির সামর্থ্যকে
iii. উদ্বৃত্ত সৃষ্টির সামর্থ্যকে
বিক্রয়ের উদ্দেশ্যে দ্রব্যসামগ্রী সৃষ্টি বা শ্রম জাতীয় কার্যকলাপ সৃষ্টি করাকে কী বলে?
উৎপাদন কোন ধরনের প্রক্রিয়া?
ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
দ্রব্যের চাহিদা ও যোগান কিসের ওপর নির্ভর করে?
পণ্য বা সেবা কোনো প্রতিষ্ঠানের কী?
তুলা থেকে সুতা হয়, সুতা থেকে কাপড় হয়, কাপড় থেকে পোশাক হয়। এখানে মূলত তুলার কোন ধরনের পরিবর্তন হয়েছে
নতুন নতুন পণ্য উৎপাদনের ফলে পূরণ হচ্ছে মানুষের-
i. নিত্য নতুন চাহিদা
ii. প্রয়োজনীয় চাহিদা
iii. প্রথাগত চাহিদা
উৎপাদন এক ধরনের-
i. চলমান প্রক্রিয়া
ii. মন্থর প্রক্রিয়া
iii. গতিশীল প্রক্রিয়া
উৎপাদনের মাধ্যমে-
i. জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পায়
ii. প্রাকৃতিক সম্পদের বহুবিধ ব্যবহার হয়
iii. অভাবপূরণের ক্ষমতা সৃষ্টি হয়
মানুষের চাহিদা যথাযথভাবে পূরণ করা সম্ভব হয়েছে কীভাবে?
এলিট সোপ লিমিটেড 'চয়েস-১০' ব্র্যান্ডের সাবান উৎপাদন ও বিপণন করে। উক্ত কোম্পানি সারাদেশে পত্রপত্রিকা ও টেলিভিশনে ব্যাপকভাবে বিজ্ঞাপন প্রচার করে। এক্ষেত্রে কোম্পানিটি প্রতিযোগীদের পণ্যের মূল্যের সাথে সঙ্গতি রেখে 'চয়েস-১০' ব্র্যান্ডের সাবানের মূল্য নির্ধারণ করে থাকে। সাবানের মূল্য তুলনামূলক কম হওয়ায় কোম্পানিটি বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে। এলিট সোপ লিমিটেড কোন পদ্ধতিতে সাবানের মূল্য নির্ধারণ করে থাকে?
জনাব উদয় চিড়িয়াখানার গেটের সামনে প্রতিদিন চটপটি ও ফুচকা বিক্রয় করেন। এতে চিড়িয়াখানায় আগত দর্শনার্থী তার তৈরিকৃত চটপটি ও ফুচকা ক্রয় করে। জনাব উদয় কোন ধরনের পণ্য বিক্রয় করেন?
জনাব সিদ্ধার্তের প্রতিষ্ঠিত ফার্নিচার দোকানে দীর্ঘদিন ধরে ক্রেতাদের অর্ডার অনুযায়ী ফার্নিচার তৈরি করা হয়। এক্ষেত্রে তিনি প্রতিটি ফার্নিচার তৈরির খরচের সাথে অতিরিক্ত ১৫% মুনাফা ধরে মূল্য নির্ধারণ করেন। উদ্দীপকে মূল্য নির্ধারণ পদ্ধতিটি কোন ধরনের?
পণ্যের অন্তর্ভুক্ত হলো-
i. দ্রব্য
ii. ধারণা
iii. সেবা
পণ্যের স্তরগুলো হলো-
i. বর্ধিত পণ্য
ii. প্রকৃত পণ্য
iii. জরুরি পণ্য
শিল্পপণ্যের বৈশিষ্ট্য হলো-
i. অনমনীয় চাহিদা
ii. জ্ঞাতব্য বাজার
iii. ব্যাপক ক্রেতা
i. চুক্তিভিত্তিক ক্রয়
ii. সংক্ষিপ্ত বণ্টনপ্রণালি
iii. জ্ঞাতব্য বাজার