রহমত একজন চাষি। এ বছর তার জমিতে ব্যবহৃত উপকরণের তুলনায় অধিক পরিমাণ ধান উৎপাদিত হয়েছে। এতে রহমতের-
i. উৎপাদনশীলতা বেড়েছে
ii. উৎপাদন ব্যয় বেড়েছে
iii. উৎপাদন হার বেড়েছে
নিচের কোনটি সঠিক?
উৎপাদনশীলতা বাড়ানোর উপায় হলো-
i. আউটপুট বাড়ানো
ii. ইনপুট কমানো
iii. আউটপুটের তুলনায় ইনপুট বাড়ানো
সাধারণ উৎপাদনশীলতা বলতে বোঝায় প্রতিষ্ঠানের-
i. ইনপুট আউটপুটের অনুপাতকে
ii. মুনাফা সৃষ্টির সামর্থ্যকে
iii. উদ্বৃত্ত সৃষ্টির সামর্থ্যকে
নতুন নতুন পণ্য উৎপাদনের ফলে পূরণ হচ্ছে মানুষের-
i. নিত্য নতুন চাহিদা
ii. প্রয়োজনীয় চাহিদা
iii. প্রথাগত চাহিদা
উৎপাদন এক ধরনের-
i. চলমান প্রক্রিয়া
ii. মন্থর প্রক্রিয়া
iii. গতিশীল প্রক্রিয়া
উৎপাদনের মাধ্যমে-
i. জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পায়
ii. প্রাকৃতিক সম্পদের বহুবিধ ব্যবহার হয়
iii. অভাবপূরণের ক্ষমতা সৃষ্টি হয়
পণ্যের অন্তর্ভুক্ত হলো-
i. দ্রব্য
ii. ধারণা
iii. সেবা
পণ্যের স্তরগুলো হলো-
i. বর্ধিত পণ্য
ii. প্রকৃত পণ্য
iii. জরুরি পণ্য
শিল্পপণ্যের বৈশিষ্ট্য হলো-
i. অনমনীয় চাহিদা
ii. জ্ঞাতব্য বাজার
iii. ব্যাপক ক্রেতা
i. চুক্তিভিত্তিক ক্রয়
ii. সংক্ষিপ্ত বণ্টনপ্রণালি
iii. জ্ঞাতব্য বাজার