ক্রেতার ক্রয়কৃত ভোগ্যপণ্যের পরিমাণ কীরূপ হয়?
'বিউটি হারবাল' তাদের উৎপাদিত প্রসাধনী সামগ্রী বিপণনের জন্য আসিফ ও নাদিমকে নিয়োগ দেয়। প্রতিদিন তারা প্রসাধনী সামগ্রী বিক্রেতাদের বিপণিতে গিয়ে তাদের পণ্যের গুণাগুণ উপস্থাপন করে। আসিফ ও নাদিমের কর্ম প্রচেষ্টাকে কী বলে?
অযাচিত পণ্যের আওতাভুক্ত পণ্য হলো-
i. নতুন অযাচিত পণ্য
ii. পুরাতন অযাচিত পণ্য
iii. নিয়মিত অযাচিত পণ্য
নিচের কোনটি সঠিক?
কোনটি জাতীয় আয়ের সাথে যোগ করতে হয়?
ব্যবসায়ের অবস্থান শহরে হওয়ার ফলে পরিবেশ যেসব কারণে দূষিত হয়-
i. ধোঁয়া দ্বারা
ii. গ্যাস দ্বারা
iii. বর্জ্য দ্বারা
পরিবেশ ব্যবসায়ের ওপর যা সৃষ্টি করে, তা হলো-
i. সুযোগ
ii. মালিকানা
iii. হুমকি