'সম্ভাবনা' প্রকাশক/নির্দেশক বাক্য-
i. আজ সম্ভবত বৃষ্টি হবে
ii. আজ বৃষ্টি হয়েছে
iii. আজ বৃষ্টি হবেই
নিচের কোনটি সঠিক?
সম্ভাবনা কত প্রকার?
সম্ভাবনা পরিমাপের মৌলিক নিয়ম কয়টি?
একটি ঝুড়িতে ৭০টি নীল এবং ৩০টি গোলাপী বল আছে। • দৈবচয়নের ভিত্তিতে একটি বল উঠানো হলে বলটি গোলাপী হওয়ার সম্ভাবনা কতটুকু?
'এক্স' কলেজের প্রতি ১০০ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ জন ইংরেজিতে এবং ১০ জন বাংলায় ফেল করে। ইংরেজি ও বাংলায় একই সাথে ফেল করার সম্ভাবনা কতটুকু?
তোমার কলেজের একাদশ শ্রেণিতে প্রতি ১০০ জন শিক্ষার্থীর মধ্যে ২৫ জন ইংরেজিতে এবং ১০ জন যুক্তিবিদ্যায় ফেল করে। ইংরেজি ও যুক্তিবিদ্যায় একই সাথে ফেল করার সম্ভাবনা কতটুকু?
কোনো ঘটনা ঘটার পর যদি তার কারণ খুঁজে পাওয়া না যায় তবে তাকে কী বলে?
একটি হাসপাতালে ৫০ জন রোগীর মধ্যে ৫ জন মারা গেল। এক্ষেত্রে আক্রান্ত রোগীর মৃত্যুর সম্ভাবনার অনুপাত কত?
যুক্তিবিদ্যার সম্ভাব্যতা পরিমাপের নিয়ম কয়টি?
সম্ভাবনা ধারণাটি প্রযোজ্য-
i. প্রাকৃতিক দুর্যোগ
ii. ক্রিকেট খেলায়
iii. চিরন্তন সত্য
নবীনদের গ্রামে ১০০ জনের মধ্যে ৮০ জন রোগমুক্ত থাকে। ঐ গ্রামে রোগমুক্তির সম্ভাবনা কত?
সম্ভাব্যতা কী ধরনের?
অপনয়নের সূত্র কে আবিষ্কার করেন?
সম্ভাব্যতা অবস্থান কোথায়?
"আগামীকাল বৃষ্টি হতে পারে"- এটি কোন ধরনের বাক্য?
সম্ভাব্যতার বস্তুগত ভিত্তি কী?
তাপস পাল বলেন অপনয়ন শব্দের অনেক গুলো অর্থ রয়েছে। এক্ষেত্রে যে অর্থগুলো সাদৃশ্যপূর্ণ-
i. বাদ দেওয়া
ii. মুছে ফেলা
iii. বাতিল করা
রাজিব বলল 'ক' ও 'খ' এ দুটি পদ্ধতি পরস্পর ঘনিষ্ঠ সম্বন্ধযুক্ত। 'ক' ও 'খ' এর সাথে সাদৃশ্য রয়েছে -
i. সম্ভাব্যতা
ii. আকস্মিকতা
iii. আকস্মিকতা ও সম্ভাব্যতা
রাইয়ান এবং সালমান আকস্মিকতা সম্পর্কে মতামত প্রদান করেন। তাদের সাথে যাদের মতের মিল রয়েছে-
i. মিল
ii. কার্ভেথ রিড
iii. বেইন