একটি ঝুড়িতে ৭০টি নীল এবং ৩০টি গোলাপী বল আছে। • দৈবচয়নের ভিত্তিতে একটি বল উঠানো হলে বলটি গোলাপী হওয়ার সম্ভাবনা কতটুকু?
'এক্স' কলেজের প্রতি ১০০ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ জন ইংরেজিতে এবং ১০ জন বাংলায় ফেল করে। ইংরেজি ও বাংলায় একই সাথে ফেল করার সম্ভাবনা কতটুকু?
তোমার কলেজের একাদশ শ্রেণিতে প্রতি ১০০ জন শিক্ষার্থীর মধ্যে ২৫ জন ইংরেজিতে এবং ১০ জন যুক্তিবিদ্যায় ফেল করে। ইংরেজি ও যুক্তিবিদ্যায় একই সাথে ফেল করার সম্ভাবনা কতটুকু?
কোনো ঘটনা ঘটার পর যদি তার কারণ খুঁজে পাওয়া না যায় তবে তাকে কী বলে?
একটি হাসপাতালে ৫০ জন রোগীর মধ্যে ৫ জন মারা গেল। এক্ষেত্রে আক্রান্ত রোগীর মৃত্যুর সম্ভাবনার অনুপাত কত?
দুটি স্বতন্ত্র ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা নির্ণয় করা হয় কীভাবে?
যুক্তিবিদ্যার সম্ভাব্যতা পরিমাপের নিয়ম কয়টি?
নবীনদের গ্রামে ১০০ জনের মধ্যে ৮০ জন রোগমুক্ত থাকে। ঐ গ্রামে রোগমুক্তির সম্ভাবনা কত?
সম্ভাব্যতা কী ধরনের?
অপনয়নের সূত্র কে আবিষ্কার করেন?
সম্ভাব্যতা অবস্থান কোথায়?
সম্ভাবনা কত প্রকার?
"আগামীকাল বৃষ্টি হতে পারে"- এটি কোন ধরনের বাক্য?
সম্ভাব্যতা কিসের ব্যাপার?
সম্ভাব্যতার বস্তুগত ভিত্তি কী?
কোন নীতি অনুসারে আকস্মিকতা বলে কিছু নেই?
জাগতিক ঘটনাবলি কিসে ভরপুর?
ভালো বৃষ্টিপাত ও মানুষের সমৃদ্ধি এর মধ্যবর্তী অবস্থা কী?
জোয়ার ভাটার নিয়মকে ব্যাখ্যা করার জন্য আমরা তাকে কোন নিয়মের অন্তর্ভুক্ত করি?