আকস্মিতা হলো ঘটনার-
i. পরিবেশ উপলব্ধি না করা
ii. পূর্বাপর সম্পর্ক না থাকা
iii. কারণ জ্ঞাত না থাকা
নিচের কোনটি সঠিক?
ভারতীয় কোন দর্শনে সম্ভাবনার বীজ রোপিত হয়েছিল?
যে ঘটনা ১০০ বারের মধ্যে ১০০ বারই ঘটে তাকে কী ধরনের ঘটনা বলা হয়?
মানুষের অজ্ঞতার ফলে কোনটির উদ্ভব হয়?
'সম্ভাবনা' কথাটি কী ধরনের অর্থ হিসেবে ব্যবহার করা হয়?
কাজল তার ছোট বোন রুমাকে বিভিন্ন ধারণার ভিত্তিতে বলে আগামীকাল বৃষ্টি হবে। কাজলের এ বক্তব্য নিচের কোনটিকে নির্দেশ করে?
রব তার বন্ধুকে বলে ঘটনাবলির বিশ্বাসের প্রতি বিশ্বাসের সম্পর্ক একই রূপ হয় না। বিশ্বাসের সম্পর্ক একই রূপ না হওয়ার কারণ কী?
কোন গ্রামে ১০০ জনের মধ্যে ২ জন নোডঙ্গুতে মারা যায় আর ১০০ জনের মধ্যে বার্ডফ্লুতে মারা যায় ৪ জন। ঐ গ্রামে ডেঙ্গুতে অথবা বার্ডফুতে মারা যাওয়ার সম্ভাবনার মাত্রা কত?
"আরোহই সম্ভাব্যতার ভিত্তি" এটা কার অভিমত?
আকস্মিকতা শব্দটি কয়টি অর্থে ব্যবহৃত হয়?
কোনো ঘটনা ঘটার সম্ভাবনা ২০% হলে সম্ভাবনার মাত্রা কত হবে?
সম্ভাবনাকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়-
i. জ্যামিতিক তত্ত্ব দিয়ে
ii. গাণিতিক তত্ত্ব দিয়ে
iii. পৌনঃপুনিকতা তত্ত্ব দিয়ে
কোন গ্রিক দার্শনিক সংশয়বাদী ছিলেন?
'সম্ভাবনার' ইংরেজি-
সম্ভাবনার মাত্রা কীভাবে প্রকাশ করা যায়?
আকস্মিকতা হচ্ছে-
'মেঘ হলে বৃষ্টি হবে' এটি কোন ধরনের ঘটনা?
অসম্ভম্ব ও নিশ্চয়তার মাঝামাঝি স্তরকে বলা হয়-
'সম্ভাবনা' প্রকাশক/নির্দেশক বাক্য-
i. আজ সম্ভবত বৃষ্টি হবে
ii. আজ বৃষ্টি হয়েছে
iii. আজ বৃষ্টি হবেই
সম্ভাবনা পরিমাপের মৌলিক নিয়ম কয়টি?