তোমার কলেজের একাদশ শ্রেণিতে প্রতি ১০০ জন শিক্ষার্থীর মধ্যে ২৫ জন ইংরেজিতে এবং ১০ জন যুক্তিবিদ্যায় ফেল করে। ইংরেজি ও যুক্তিবিদ্যায় একই সাথে ফেল করার সম্ভাবনা কতটুকু?
আরোহের আকারগত ভিত্তি কোনটি?
ব্যাডলি, ওয়ালটন, কার্ডেথ রিড প্রমুখ যুক্তিবিদ মিলের বিরোধিতা করেছেন, তারা যথার্থ বলেছেন-
i. মৌলিক পদ্ধতি দুটি নয়, একটি
ii. ব্যতিরেকী পদ্ধতি একমাত্র মৌলিক পদ্ধতি
iii. অন্বয়ী পদ্ধতি একমাত্র মৌলিক পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
দ্বিকোটিক বিভাগ একটি-
i. আকারগত প্রক্রিয়া
ii. বস্তুগত প্রক্রিয়া
iii. জটিল প্রক্রিয়া
চরম কারণ কোনটিকে বলা হবে?
ভ্যাকসিন আবিষ্কারের পর প্রাণিদেহে প্রয়োগ করে দেখা গেল এটি করোনা প্রতিরোধে সক্ষম। ভ্যাকসিনের কার্যকারিতা যাচাইয়ে এ প্রক্রিয়াটি নিচের কোনটিকে নির্দেশ করে?