সম্ভাবনা পরিমাপের মৌলিক নিয়ম কয়টি?
যৌক্তিক বিভাগে একটি জাতিকে কিসে বিভক্ত করা হয়?
যুক্তিবিদ্যার জ্ঞান প্রায়োগিক এবং ব্যবহারিক। কারণ-
i. যুক্তিবিদ্যা যুক্তিবাদী মানুষের যুক্তির ক্ষমতা এ পদ্ধতি সমূহকেই বিচার বিশ্লেষণ দ্বারা উন্নত ও সঠিক করার চেষ্টা করে
ii. যুক্তিবিদ্যা 'চিন্তাহীন' ও 'যুক্তিমূল্য' মানুষের মধ্যে চিন্তা ও যুক্তি সৃষ্টি করে
iii. যুক্তিবিদ্যা মানুষের চিন্তন প্রক্রিয়াকে যুক্তি কৌশল ও যুক্তিচিন্তনের মাধ্যমে শানিত করে
নিচের কোনটি সঠিক?
রবিন 'কবি' পদটির সংজ্ঞায়নের ক্ষেত্রে কিট্স, শেলি, বায়রন প্রমুখ কবিতা লেখকের নাম উল্লেখ করে 'কবি' পদটির অর্থ বোঝানোর চেষ্টা করেন। এখানে সংজ্ঞায়নে কোনটির প্রয়োগ লক্ষ করা যায়?
দৃশ্যকল্প-১ কোন বিষয়ের দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করা যায়?
E-যুক্তিবাক্যের প্রতিবর্তন হবে নিচের কোনটি?